গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ লঞ্চ হল Mi Smart Clock ও Mi 360° Home Security Camera 2K Pro

গতকাল Xiaomi গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে Redmi Note 9T ও Redmi 9T। তবে এর পাশাপাশি সংস্থাটি Mi Smart Clock ও Mi 360° Home Security Camera 2K Pro নামে দুটি স্মার্ট প্রোডাক্টও লঞ্চ করেছে। মি স্মার্ট ক্লক হল শাওমির প্রথম গুগল অ্যাসিস্ট্যান্ট যুক্ত ক্লক। আবার ৩ মেগাপিক্সেল ক্যামেরা সহ এসেছে মি ৩৬০ ডিগ্রি হোম সিকিউরিটি ক্যামেরা ২কে প্রো। এদিকে এই প্রোডাক্টগুলিকে কবে ভারত সহ অন্যান্য দেশে কবে লঞ্চ করা হবে তা এখনও জানা যায়নি।

Mi Smart Clock ও Mi 360° Home Security Camera 2K Pro এর দাম

মি স্মার্ট ক্লক এর দাম রাখা হয়েছে ৪৯.৯৯ ইউরো, যা প্রায় ৪,৫০০ টাকা। আবার ৫৯.৯৯ ইউরো (প্রায় ৫,৪০০ টাকা) দাম রাখা হয়েছে মি ৩৬০ ডিগ্রি হোম সিকিউরিটি ক্যামেরা ২কে প্রো এর।

Mi Smart Clock এর স্পেসিফিকেশন

মি স্মার্ট ক্লক ৩.৯৭ ইঞ্চি কালার টাচ ডিসপ্লে সহ এসেছে। এর রেজোলিউশন ৮০০×৪০০ পিক্সেল। এতে ব্লুটুথ ৫.০ সাপোর্ট করে। আবার এর পিছনে আছে মাইক্রো ইউএসবি পোর্ট। এটি কোম্পানির প্রথম ডিসপ্লের সাথে গুগল অ্যাসিস্ট্যান্ট যুক্ত ডিভাইস। ফলে এতে ভয়েস কন্ট্রোল ফিচার সাপোর্ট করবে। এটি সময়, ক্যালেন্ডার, ওয়েদার সহ বিভিন্ন তথ্য দেখাতে পারে। আবার এতে ক্রোমকাস্ট সাপোর্ট দেওয়া হয়েছে। এর ওজন ২৭২ গ্রাম।

Mi 360° Home Security Camera 2K Pro এর স্পেসিফিকেশন

মি ৩৬০ ডিগ্রি হোম সিকিউরিটি ক্যামেরা ২কে প্রো এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ডুয়েল মাইক্রোফোনের সাথে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন টেকনোলোজির ব্যবহার। আবার এতে ৩ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি ২৩০৪ × ১২৯৬ পিক্সেল রেজোলিউশন ও এফ/১.৪ অ্যাপারচার সহ ছবি ক্যাপচার করতে পারবে।

এতে গুগল অ্যাসিস্ট্যান্ট ও অ্যামাজন অ্যালেক্সার (নতুন আপডেটে আসবে) মাধ্যমে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল সাপোর্ট করবে। আবার এতে ব্লুটুথ ৪.২ কানেক্টিভিটি বর্তমান। এখানেও চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। এর ওজন ৩৪৯ গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *