৭৫ ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হল VU QLED Premium TV, এখন কিনলে পাবেন ৩০ হাজার টাকা ছাড়

Vu ভারতে লঞ্চ করল তাদের প্রিমিয়াম রেঞ্জের ফ্ল্যাগশিপ স্মার্ট টিভি, Vu 75 QLED Premium TV। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চালিত এই স্মার্ট টিভিতে গুগল প্লে স্টোর ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। সাথে বাড়িতে বসে মুভি থিয়েটারের অভিজ্ঞতা লাভ করতে পারবেন ব্যবহারকারীরা। কারণ এতে আছে ৭৫ ইঞ্চি স্ক্রিন, ডলবি অডিও সাপোর্ট সহ ৪০ ওয়াট স্পিকার ও গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। চলুন Vu 75 QLED Premium TV-র দাম, ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vu 75 QLED Premium TV-র দাম ও লভ্যতা

ভারতে ভিইউ ৭৫ কিউলেড প্রিমিয়াম টিভিটির দাম ধার্য করা হয়েছে ১,৫০,০০০ টাকা। যদিও ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এখন এটি আকর্ষণীয় অফারে ১,১৯,৯৯৯ টাকায় উপলব্ধ।

Vu 75 QLED Premium TV-র স্পেসিফিকেশন

ভিইউ ৭৫ কিউএলইডি প্রিমিয়াম টিভির নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি ৭৫ ইঞ্চি কিউএলইডি ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ৪কে (৩৮৪০x২১৬০ পিক্সেল)। এটি ডলবি ভিশন, এইচডিআর১০, এইচএলজি টেকনোলজি সাপোর্ট করবে এবং এর রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এতে ব্যবহৃত হয়েছে চার্কোল গ্রে মেটাল ফ্রেম। স্মার্ট টিভিটির অডিও সিস্টেম প্রসঙ্গে বলতে গেলে, এতে দুটি মাস্টার স্পিকার সহ ৪০ ওয়াট আউটপুট এবং ডলবি অ্যাটমস ও ডলবি অডিও সাপোর্ট সহ দুটি টুইটার উপলব্ধ।

অন্যদিকে, স্মার্ট টিভিটি ৬৪ বিট কোয়াড প্রসেসর দ্বারা চালিত, যার সাথে আছে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করবে এবং এতে গুগল প্লে স্টোর ব্যবহার করা যাবে। এছাড়া এতে রয়েছে ইনবিল্ড ক্রোমকাস্ট। আবার এতে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, হটস্টার এবং ইউটিউব আগে থেকেই প্রি-ইনস্টল রয়েছে। Vu 75 QLED Premium TV গুগল অ্যাসিস্টেন্ট সাপোর্ট সহ এসেছে, যাকে ব্লুটুথ রিমোটে থাকা মাইক্রোফোনের মাধ্যমে চালনা করা যাবে।

তাছাড়া, স্মার্ট টিভিটির কানেক্টিভিটি অপশনে সামিল আছে ব্লুটুথ ভি৫.০, চারটি এইচডিএমআই ২.৪ ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, দুটি ইউএসবি পোর্ট এবং একটি অডিও জ্যাক। নয়া স্মার্ট টিভিটির অন্যান্য ফিচার প্রসঙ্গে বলতে গেলে, এটি এনহ্যান্সমেন্ট মোশন স্মুথিং টেকনোলজি সাপোর্ট করবে, ফলে এটি ৪কে রেজোলিউশনের গেমিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম এবং এর ফ্রেমরেট থাকবে ১২০ এফপিএস পর্যন্ত।

Vu 75 QLED Premium TV-তে রয়েছে একটি বিশেষ ক্রিকেট মোড, যার মাধ্যমে লাইভ ম্যাচ চলাকালীন ১০০% বল ভিজিবিলিটি সম্ভব। পরিশেষে বলি, স্মার্ট টিভিটির পরিমাপ ১৬৭২ x১০২৮ x৩৫৫ এমএম এবং ওজন ২৬.৫ কেজি।