Redmi Note 12T Pro দেবে আল্ট্রা পারফরম্যান্স, ডিজাইন নিয়েও কোনো কথা হবে না

ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা-দ্বারা চালিত Redmi Note 12T Pro ফোনটি ১২ জিবি র‍্যাম অফার করবে

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলেছে যে, রেডমি চীনের মার্কেটে গত বছর মে মাসে লঞ্চ হওয়া Redmi Note 11T Pro-এর উত্তরসূরি মডেলটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা যথারীতি Redmi Note 12T Pro হিসাবে আত্মপ্রকাশ করবে। ফোনটিকে ইতিমধ্যেই চীনের 3C (CCC) সার্টিফিকেশন ডেটাবেস ও গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। আর এবার ব্র্যান্ডটি অবশেষে চীনা বাজারে আসন্ন Note 12T Pro-এর লঞ্চের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এছাড়াও, কোম্পানি আপকামিং হ্যান্ডসেটটির ডিজাইনের আভাস প্রদান করতে কয়েকটি ছবিও শেয়ার করেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

প্রকাশিত হল Redmi Note 12 Pro-এর প্রোমোশনাল টিজার

রেডমি দ্বারা শেয়ার করা টিজারে নিশ্চিত করা হয়েছে যে, নতুন রেডমি নোট ১২টি প্রো একটি এলসিডি প্যানেলের সাথে আসবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। টিজার থেকে ফোনটির ডিজাইন সম্পর্কেও আভাস পাওয়া গেছে, যা দেখিয়েছে যে নোট ১২টি প্রো-এর স্ক্রিনটি তার পূর্বসূরির মতো ফ্ল্যাট হবে। ব্র্যান্ডটি আরও প্রকাশ করেছে যে, ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা চিপসেট দ্বারা চালিত হবে।

জানিয়ে রাখি, 23054RA19C মডেল নম্বর সহ একটি রেডমি ফোনকে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) এবং চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C)-এর ডেটাবেসে গত সপ্তাহে দেখা গেছে। সম্ভবত, এই ডিভাইসটিই রেডমি নোট ১২টি প্রো নামে চীনা বাজারে আসবে। তবে এও শোনা যাচ্ছে যে, উল্লিখিত ডিভাইসটি রেডমি কে৬০আই নামে আত্মপ্রকাশ করতে পারে।

আশা করা যায়, ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা-দ্বারা চালিত Redmi Note 12T Pro ফোনটি ১২ জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। ডিভাইসটির ৩সি সার্টিফিকেশন অনুযায়ী, এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। তবে এগুলি ছাড়া, স্মার্টফোনটির অন্যান্য বিবরণগুলি আপাতত অজানাই রয়েছে।

উল্লেখ্য, Redmi Note 12T Pro ফোনটি Note 12 সিরিজের একটি নতুন সংযোজন হবে। এই লাইনআপের অধীনে ইতিমধ্যেই চীনা বাজারে একাধিক মডেল উপলব্ধ রয়েছে। এগুলি হল – Redmi Note 12 5G, Redmi Note 12 Pro, Redmi Note 12 Pro+ 5G, Redmi Note 12 Discovery Edition, Redmi Note 12 Pro Speed ​​Edition, এবং Redmi Note 12T Turbo।