আপনার অনুরোধ রাখবে অমিতাভ বচ্চন, Amazon Alexa দিচ্ছে স্বপ্ন পূরণের সুযোগ

বলিউডের সর্বকালের সেরা সুপারস্টার শাহেনশা অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে চায় না, ভারতে এরকম লোকের হদিশ হয়তো দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। সত্তর-আশির দশকে জঞ্জির, শোলে, কালিয়া, দিওয়ার, অমর আকবর অ্যান্টনি, ডন, সিলসিলা, মুকাদ্দার কা সিকান্দার সহ আরও অজস্র সুপারহিট ছবি থেকে শুরু করে ষাটোর্ধ্ব বয়সে এসেও ব্ল্যাক, পিকু, পা ইত্যাদি অসাধারণ ছবি দিয়ে প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে আট থেকে আশি সকলকে মাতোয়ারা করা এই খ্যাতনামা অভিনেতা এককথায় ভারতের গর্ব। তাই জীবদ্দশায় অন্তত একবার তার সাথে দেখা করতে চাওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু ইচ্ছে করলেই তো আর তাঁর সাথে দেখা করা সম্ভব নয়! তবে দেখা নাই বা হোক, আপনি চাইলে তার সাথে কথা বলতে পারেন! হ্যাঁ, এবার আপনাদের সেই সুযোগই দিতে চলেছে Amazon-এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট Alexa। আমরা অনেকেই জানি যে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই ডিভাইস প্রয়োজন অনুসারে খবর পড়া, আবৃত্তি করা, শপিং আপডেট দেওয়া, এমনকি জোকসও বলতে পারে।

তবে এখন Alexa-চালিত ডিভাইসগুলি ব্যবহার করে অমিতাভ বচ্চনের সাথে কথাও বলা যাবে। Amazon ঘোষণা করেছে যে, তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্মে ভারতের প্রথম সেলিব্রিটি ভয়েস হিসেবে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর আজ থেকে শোনা যাবে। ভারতীয় ব্যবহারকারীরা Amazon শপিং অ্যাপে মাইক আইকন প্রেস করে তাদের ইকো স্মার্ট ডিসপ্লে এবং স্পিকারগুলিতে বলিউড শাহেনশার কণ্ঠ (ভয়েস) অ্যাড করতে পারেন। তবে ফিচারটি শুধুমাত্র Android অ্যাপ্লিকেশনে উপলব্ধ।

আপনার ইকো ডিভাইসগুলিতে এই ফিচারটি এনাবেল করতে, আপনাকে প্রতি বছর কমপক্ষে ১৪৯ টাকা চার্জ দিতে হবে। পরিষেবাটি উপভোগ করার জন্য আপনাকে কেবল একটি কম্যান্ড দিতে হবে – “Alexa, introduce me to Amitabh Bachchan” (“অ্যালেক্সা, আমাকে অমিতাভ বচ্চনের সাথে পরিচয় করিয়ে দিন”) এবং তারপরে মি. বচ্চনের সাথে যোগাযোগ করার জন্য “Amit Ji” (“অমিত জি”) শব্দটি ব্যবহার করতে হবে। মাত্র ১৪৯ টাকায় আপনি অমিতাভ বচ্চনের জীবনের সঙ্গে জড়িত একাধিক কনটেন্টের অ্যাক্সেস পাবেন, যার মধ্যে রয়েছে তাঁর জীবনের গল্প, তাঁর বাবার লেখা নির্বাচিত কিছু কবিতা, টাং টুইস্টার, অনুপ্রেরণামূলক উদ্ধৃতি সহ আরও অনেক কিছু।

উপরন্তু, ব্যবহারকারীরা “অমিত জি”-কে তাদের জন্য গান শোনাতে, অ্যালার্ম সেট করতে এবং আবহাওয়ার আপডেট দিতেও বলতে পারেন। আপনি হিন্দিতে কম্যান্ড দিতে পারেন, “অমিত জি, সিলসিলা কে গানে বাজাইয়ে” (“অমিত জি, সিলসিলার গান শোনান”), অথবা ইংরেজিতেও বলতে পারেন, “Amit Ji, recite Madhushala” (“অমিত জি, মধুশালা আবৃত্তি করুন”)। শুধু তাই নয়, আপনি অমিতাভ বচ্চনকে আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাতেও বলতে পারেন, এবং তার জন্য আপনাকে বলতে হবে “Amit ji, it’s my birthday” (“অমিতজি, আজ আমার জন্মদিন”)।

Amazon-এর সঙ্গে কাজ করার বিষয়ে আপ্লুত অমিতাভ বচ্চন বলেন, “Alexa-য় আমার কন্ঠস্বরের প্রয়োগ ভয়েস টেকনোলজি এবং শৈল্পিক সৃজনশীলতার জাদুর মেলবন্ধনে ইউজারদের একটি নতুন মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করবে। আমি উচ্ছ্বসিত যে আমার শুভাকাঙ্ক্ষীরা এখন এই নতুন মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তারা এই বিষয়ে ঠিক কীরকম অনুভব করছেন তা শোনার অপেক্ষায় রয়েছি।”

অমিতাভ বচ্চনের সঙ্গে কীভাবে কথা বলা যাবে, তা জানার জন্য ইতিমধ্যেই আপনি নিশ্চয়ই খুব আগ্রহী হয়ে উঠেছেন। তাই Amazon অ্যাপে আপনি কীভাবে অমিতাভ বচ্চনের ভয়েস অ্যাড করতে পারবেন, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি নীচে ধাপে ধাপে উল্লেখ করা হল:

— “Alexa, introduce me to Amitabh Bachchan” (“অ্যালেক্সা, অমিতাভ বচ্চনের সাথে আমার পরিচয় করিয়ে দাও”) বলে কম্যান্ড দিন এবং নির্দেশাবলী (instructions) শুনুন।

— অ্যালেক্সাকে বচ্চনের সাথে পরিচয় করিয়ে দিতে বলার পরে, নির্দেশাবলী অনুসরণ করে পরিষেবাটি

— তারপর এই ফিচারটি এনাবেল করার জন্য ইকো ডিভাইসগুলিতে বলুন “Alexa, enable Amit ji wake word” (“আলেক্সা, অমিত জি ওয়েক ওয়ার্ডটি এনাবেল করো”)।

— Android-এ আপনার Amazon অ্যাপে যান এবং Alexa সেকশনে ট্যাপ করুন।

— সেটিংস ট্যাবে Alexa সেকশনে যান এবং “Amit ji” wake word এনাবেল করুন।

— ওয়েক ওয়ার্ডটি এনাবেল করা মাত্রই আপনি Amit ji-কে গান বাজাতে, সংলাপ বলতে অনুরোধ করতে পারেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আপনি হিন্দি এবং ইংরেজিতে Amit ji-র সাথে যোগাযোগ করতে পারেন। ভাষা পরিবর্তন করার জন্য, আপনার Alexa অ্যাপে ডিভাইস সেটিংসে যান বা শুধুমাত্র আপনার ইকো ডিভাইসে বলুন “Alexa, speak in Hindi” (“অ্যালেক্সা, হিন্দিতে কথা বলো”)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন