অতি সস্তার Motorola ফোন পড়ে গেলেও আর ভাঙবে না, জেনে নিন আসল কারণ

এখন থেকে Motorola-র সকল রেঞ্জের স্মার্টফোনগুলি এবার গরিলা গ্লাস সুরক্ষা পাবে। ফলে, এবার Motorola ফোন হাত থেকে পড়ে গেলে স্ক্রিন ভেঙে যাওয়ার সম্ভাবনাও কমে আসবে।

স্মার্টফোন জগতে একটি অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হলো Motorola, যার ডিভাইসগুলি বরাবরই বেশ টেকসই হয়ে থাকে। তবে এখন থেকে নিজেদের ডিভাইসগুলিকে আরো শক্তিশালী ও টেকসই করে তুলতে সংস্থাটি Corning Gorilla Glass সাথে একটি অংশীদারিত্ব করেছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (MWC) Motorola একটি ঘোষণার মাধ্যমে এই অংশীদারিত্বের কথা প্রকাশে আনে। তারা জানায় এই অংশীদারিত্বের ফলে তাদের পোর্টফোলিওতে একটি বড়সড়ো পরিবর্তন আসতে চলেছে, কারণ, এখন থেকে Motorola-র সকল রেঞ্জের স্মার্টফোনগুলি এবার গরিলা গ্লাস সুরক্ষা পাবে। ফলে, এবার Motorola ফোন হাত থেকে পড়ে গেলে স্ক্রিন ভেঙে যাওয়ার সম্ভাবনাও কমে আসবে।

Gorilla Glass এর বিশেষত্ব কি?

অল্কালি-অ্যালুমিনা সেলিকেট সিট দ্বারা তৈরি এই গরিলা গ্লাস মোবাইল, টিভি এবং নোটবুকের মতো বৈদ্যুতিক ডিভাইসের স্ক্রিনে রক্ষাকারী হিসেবে ব্যবহৃত হয়। এটি প্রয়োগ করলে স্ক্রিন নষ্ট হয় না এবং ডিভাইসের উপর কোন স্ক্র্যাচও পড়ে না। ফলে দীর্ঘদিন এর সৌন্দর্য অটুট থাকে।

যদিও, বিগত কয়েক বছরে মিড রেঞ্জ এবং বাজেট ফ্রেন্ডলি ডিভাইসগুলিতে গরিলা গ্লাসের বিকল্প হিসেবে ‘ড্রাগনটেল’ ব্যবহার করতে দেখা গেছে। তবে Motorola কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন যে, ২০২৪ সালে সংস্থার পোর্টফোলিওর প্রত্যেকটি ডিভাইস কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন পাবে। আর চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকে এই কাজ শুরু হবে।

প্রসঙ্গত, এই পদক্ষেপটি Motorola-র হাই-এন্ড স্মার্টফোনগুলিতে বিশেষ প্রভাব ফেলবে না। কারণ, এই ডিভাইসগুলি আগে থেকে গরিলা গ্লাস প্রোটেকশন সহ পাওয়া যায়। তবে, এটি মোটোরোলার বাজেট ফ্রেন্ডলি ডিভাইসের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই, আশা করা যায় গরিলা গ্লাস ব্যবহার করলে সংস্থাটির বাজেট ফ্রেন্ডলি ডিভাইসগুলি আরো জনপ্রিয় হয়ে উঠবে।