অপেক্ষার অবসান, Samsung Galaxy XCover 6 Pro, Galaxy Tab Active 4 Pro বাজারে আসছে ১৩ জুলাই

বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে যে স্যামসাং তাদের XCover সিরিজের অধীনে Galaxy XCover 6 Pro হ্যান্ডসেটটি শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে। সেই মতো এখন আনুষ্ঠানিকভাবে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, XCover 6 Pro-এর সাথেই Galaxy Tab Active 4 Pro ট্যাবলেটটিও আগামী ১৩ জুলাই গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে। চলুন স্যামসাংয়ের এই দুটি রাগড ডিভাইস সম্পর্কে এখনও অবধি যা যা তথ্য উঠে এসেছে, সেগুলি দেখে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার৬ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy XCover 6 Pro Expected Specifications)

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৬ প্রো একটি ৫জি কানেক্টিভিটি রাগড স্মার্টফোন হবে। এতে ৬.৬ ইঞ্চির টিএফটি ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি ৭৭৮জি চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এক্সকভার ৬ প্রো অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, Galaxy XCover 6 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে ৮ মেগাপিক্সেলের বা ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত থাকবে। আবার ডিসপ্লেতে থাকা ডিউ-ড্রপ নচে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, XCover 6 Pro-এ অপসারণযোগ্য ৪,০৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

এছাড়া, Galaxy XCover 6 Pro-এর ফাঁস হওয়া রেন্ডারগুলি প্রকাশ করেছে যে, ডিভাইসটির ডান প্রান্তে একটি ভলিউম রকার এবং এর বাম ধারে পাওয়ার বাটনটি অবস্থান করবে। আর ফোনের নীচে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক দেখা যাবে। ডিভাইসের বডিটি স্থায়িত্বের জন্য শক্ত প্লাস্টিক দ্বারা নির্মিত হবে বলে জানা গেছে। ফোনটির ওজন প্রায় ২৩৫ গ্রাম এবং পুরুত্ব ১০ মিলিমিটার হবে।

অন্যদিকে, Galaxy Tab Active 4 Pro-এর স্পেসিফিকেশনগুলি এখনও অজানাই রয়েছে, তবে এর অফিসিয়াল ইমেজটি থেকে জানা গেছে যে, এটিতে পুরু বেজেল এবং রাগড নির্মাণ দেখা যাবে। এছাড়া, এটি এস পেন (S Pen) স্টাইলাসের সাপোর্ট সহ আসবে।