Xiaomi ফোন ও রাউটারে পাওয়া যাবে আরও দ্রুত ইন্টারনেট স্পিড, আসছে Wi-Fi 7 কানেক্টিভিটি

Xiaomi 13 সিরিজ, Xiaomi 14 সিরিজ, এবং Xiaomi MIX Fold 3 ফোনে আসছে ওয়াই-ফাই ৭ কানেক্টিভিটি

Xiaomi সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত কয়েকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ওয়াই-ফাই ৭ কানেক্টিভিটির সাপোর্ট দেওয়ার কথা ঘোষণা করল। এই তালিকায় সামিল রয়েছে – Xiaomi 13 সিরিজ, Xiaomi 14 সিরিজ, এবং Xiaomi MIX Fold 3। এই আপগ্রেডের দরুন উল্লেখিত হ্যান্ডসেটগুলির ব্যবহারকারীরা বিদ্যমান ওয়াই-ফাই ৬ (Wi-Fi 6) ভার্সনের তুলনায় অনেক দ্রুত নেটওয়ার্ক স্পিড, কম লেটেন্সি সহ বিভিন্ন সুবিধা পাবেন।

IEEE 802.11be কোড নামের সাথে আসা পরবর্তী প্রজন্মের ওয়াই-ফাই ৭ ভার্সন অত্যন্ত হাই-থ্রুপুট অফার করে। এটি ওয়াই-ফাই ৬ -এর উপর ভিত্তি করে নির্মিত। নয়া ওয়াই-ফাই ৭ সংস্করণ – ৭টি ৩২০ মেগাহার্টজ ব্যান্ডউইথ, 4096-QAM, মাল্টি-আরইউ (রিসোর্স ইউনিট), মাল্টি-লিংক অপারেশন এবং মাল্টি-এপি (অ্যাক্সেস পয়েন্ট) সমর্থন করে। এইসকল বৈশিষ্ট্যের কারণে নতুন প্রজন্মের ওয়াই-ফাই ভার্সনটি – পূর্বসূরি ওয়াই-ফাই ৬ -এর থেকেও উচ্চতর ডেটা ট্রান্সমিশন রেট এবং লো-লেটেন্সি অফারে সক্ষম।

ওয়াই-ফাই ৭ -এর থ্রুপুট স্পিড সর্বোচ্চ ২৩ জিবিপিএস থাকবে বলে আশা করা হচ্ছে, যা কিনা ওয়াই-ফাই ৬ -এর তুলনায় প্রায় তিনগুণ বেশি। মনে করা হচ্ছে এই উচ্চতর স্পিডের কারণে ব্যবহারকারীরা – বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার, অনলাইন গেমিং, হাই-ডেফিনেশন কনটেন্ট স্ট্রিমিং সহ অন্যান্য ব্যান্ডউইথ সংক্রান্ত কাজগুলি করার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সংযোগ এবং আরো উন্নত ইউজার এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবেন।

Xiaomi আরো দাবি করেছে যে – ওয়াই-ফাই ৭ আপগ্রেড শুধুমাত্র হাই-স্পিড অফার করবে না, ব্যবহারকারীর সামগ্রিক অভিজ্ঞতাও দারুনভাবে উন্নত করবে। যেকারণে এই নয়া ওয়্যারলেস কানেক্টিভিটি প্রযুক্তি – মাল্টি ওয়ে কানেকশন ক্যাপাবিলিটি, ডাইনামিক অপ্টিমাইজেশান, লো-লেটেন্সি এবং আরো শক্তিশালী অ্যান্টি-ইন্টারফেরেন্স ব্যবস্থার সাথে চালু করা হয়েছে। এই সমস্ত ফিচারগুলি সম্মিলিতভাবে আরও ভালো ওয়াই-ফাই অভিজ্ঞতা প্রদান করবে।

প্রসঙ্গত Xiaomi, নির্বাচিত ফ্ল্যাগশিপ ফোনগুলির পাশাপাশি রাউটারগুলিকেও ওয়াই-ফাই ৭ ভার্সনে আপগ্রেড করার বিকল্প প্রদান করবে বলে নিশ্চিত করেছে। এক্ষেত্রে, Xiaomi 10 Gigabit রাউটার এবং Xiaomi BE7000 Wi-Fi 7 রাউটারে ওয়াই-ফাই ৭ ফিচার অন্তর্ভুক্ত করার জন্য ফার্মওয়্যার আপগ্রেডের কাজ শুরু করা হয়েছে৷ যার মধ্যে, Xiaomi 10 Gigabit রাউটারের জন্য ইতিমধ্যেই ১.১.৬ ভার্সন রিলিজ করা হয়েছে।