Xiaomi 11 Lite NE 5G: 29 সেপ্টেম্বর দেশে বিশ্বের প্রথম Netflix সার্টিফায়েড ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ হবে

গ্লোবাল মার্কেটের পর এবার ভারতে আত্মপ্রকাশ ঘটছে Xiaomi 11 Lite NE 5G৷ আগামী ২৯ সেপ্টেম্বর সাড়া জাগানো এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে। তার আগেই ডিভাইসটির সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। মাইস্মার্টপ্রাইস সূত্রে জানা গিয়েছে, Xiaomi 11 Lite NE 5G-এর ডিসপ্লে Netflix Dolby Vision-এর ছাড়পত্র পেয়েছে৷ ওয়েব পোর্টালটি আরও দাবি করেছে, স্মার্টফোনটির রিটেল বক্সের মধ্যে নাকি এর প্রামাণ্যপত্র  থাকবে।

ওই সার্টিফিকেশনের অর্থ, Xiaomi 11 Lite NE 5G ব্যবহারকারীরা নেটফ্লিক্সে এইচডিআর এবং ডলবি ভিশন কন্টেন্ট (সিনেমা/শো) দেখতে পারবেন।

প্রসঙ্গত, নেটফ্লিক্সে এইচডিআর এবং ডলবি ভিশন কন্টেন্ট চালাতে সক্ষম টেলিভিশনগুলিকে ছাড়পত্র দিয়ে থাকে স্ট্রিমিং জায়ান্টটি। এর ফলে গ্রাহক টানতে টিভি প্রস্তুতকারী সংস্থাগুলি নেটফ্লিক্স সার্টিফায়েড ডিসপ্লেকে ফলাও করে প্রচার করে। এতদিন ধরে স্মার্টফোনের ডিসপ্লেও ডলবি ভিশন, ১০-বিট কালার, এইচডিআর ১০-সহ নানা উন্নত প্রযুক্তি সাপোর্ট করেছে। তবে টিভি সংস্থাগুলির মতো কেউউ সার্টিফিকেশনকে ততটা গুরুত্ব সহকারে দেখেনি৷ সে দিক থেকে Xiaomi 11 Lite NE 5G পুরনো ধারণা ভেঙে দিতে পারে। কারণ এটিই প্রথম নেটফ্লিক্স সার্টিফায়েড স্মার্টফোনরূপে বাজারে আসতে চলেছে।

Xiaomi 11 Lite 5G NE স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি ১১ লাইট ৫জি এনই ফোনে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে যা এইচডিআর১০+, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, এবং ডলবি ভিশন সাপোর্ট করবে। শাওমি ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দিয়েছে। ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্পে এসেছে শাওমি ১১ লাইট ৫জি এনই। এটি ভারতে মোট ১১টি ফাইভ-জি ব্যান্ড সাপোর্ট করবে। 

শাওমি ১১ লাইট ৫জি এনই-এর রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা রয়েছে – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনের সামনে আছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে  ৪,২৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার সঙ্গে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং করবে।

শাওমি ১১ লাইট ৫জি এনই অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক এমআইইউআই ১২.৫ সিস্টেমে রান করবে। এছাড়া এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডুয়েল স্পিকার রয়েছে। স্মার্টফোন হিসেবে এটি অত্যন্ত হালকা৷ ওজন মাত্র ১৫৮ গ্রাম।

Xiaomi 11 Lite 5G NE দাম

ভারতে শাওমি ১১ লাইট ৫জি এনই-র বেস ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে। এটি বাবেলগাম ব্লু, পিচ পিঙ্ক, স্নোফ্লেক হোয়াইট, এবং ট্র্যাফেল ব্ল্যাক রঙের বিকল্পে আসবে বলে মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন