Tata, Hyundai-কে চাপে ফেলে গোটা বাজারের অর্ধেক নিজের দখলে নেবে Maruti, মাস্টারপ্ল্যান রেডি

বিক্রির নিরিখে ভারতের সর্বাগ্রে থাকা যাত্রীবাহী গাড়ির নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) এসইউভি (SUV) সেগমেন্টে পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। শীঘ্রই তারা Fronx ও পাঁচ দরজা বিশিষ্ট Jimny লঞ্চ করবে। এটি সংস্থার এসইউভি ক্ষেত্রে জমি শক্ত করারই পদক্ষেপ। প্যাসেঞ্জার ভেহিকেল মার্কেটে বর্তমানে ৪৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে মারুতির। যা বাড়িয়ে সমস্ত ক্ষেত্রেই ৫০ শতাংশ করার লক্ষ্যে দৌড়চ্ছে ইন্দো-জাপানি সংস্থাটি। সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা শশাঙ্ক শ্রীবাস্তব এক্ষেত্রে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা উন্মুক্ত করেছেন। একই সাথে সংস্থার পোর্টফোলিয়তে ক্রমবর্ধমান সিএনজি, ইলেকট্রিক এবং জোগান-শৃঙ্খল ক্রম মসৃণ করার বিষয়েও মুখ খোলেন তিনি।

SUV সেগমেন্টে জোর দিচ্ছে Maruti Suzuki

বর্তমানে যাত্রীবাহী গাড়ির বাজারে মারুতি সুজুকির প্রধান লক্ষ্য নিজেদের দখলের শেয়ার বাড়িয়ে ৫০ শতাংশে নিয়ে যাওয়ার। এসইউভি মডেল বাদে বাকি গাড়ির বাজারে তাদের আয়ত্তে থাকা শেয়ারের পরিমাণ ৬৫ শতাংশ। যেখানে এসইউভি সেগমেন্টে এই শতকরা হার মাত্র ১০.৫%। ফলে সামগ্রিকভাবে মার্কেট শেয়ার ৪৫ শতাংশে নেমে এসেছে।

Maruti Suzuki-র লক্ষ্য মার্কেট শেয়ার ৫০% করার

এই প্রসঙ্গে শশাঙ্ক শ্রীবাস্তব মন্তব্য করেন, “আমরা এসইউভি মার্কেট শেয়ার নিরীক্ষণ করে দেখেছি। এক্ষেত্রে ৪৬টি মডেল বাজারে রয়েছে। এবং আমাদের ঝুলিতে ছিল একটিমাত্র মডেল – Brezza। যদিও এটি বর্তমানে সর্বাধিক বিক্রিত এসইউভি। যেটি বাজারে ১১ শতাংশের বেশি নিজের মার্কেট শেয়ার বাড়াতে অপারগ। তাই এর সমাধান হিসেবে আমাদের পোর্টফোলিওতে আরও অন্যান্য মডেল হাজির করার প্রয়োজন ছিল। তাই আমরা গত বছর সেপ্টেম্বরে Grand Vitara লঞ্চ করেছি।”

শ্রীবাস্তব যোগ করেন, “পরের বছর সেপ্টেম্বরে আমরা Grand Vitara-র এক বছরের বিক্রির পরিসংখ্যান পেয়ে যাব। এখন আমাদের Fronx ও Jimny মডেল জোড়া বাজারে আসতে চলেছে। এখন এই চারটি মডেলের কাঁধে ভর করে আমরা নিজেদের মার্কেট শেয়ার বাড়াতে পারবো বলেই আশাবাদী। হয়ত সেটি ২৫% পর্যন্ত বাড়তে পারে।”

প্রসঙ্গত, Maruti Suzuki Fronx সামনের মাসেই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। তার ঠিক একমাস বাদে অর্থাৎ মে’তে লঞ্চ হবে পাঁচ দরজা বিশিষ্ট অফ-রোড এসইউভি Jimny। উভয় মডেল এবছর অটো এক্সপো-তে উন্মোচিত হয়েছিল। বর্তমানে গাড়ি দুটির সম্মিলিত বুকিংয়ের পরিমাণ প্রায় ৪০,০০০।