আজই কিনে নিন 5G স্মার্টফোন, Redmi Note 10T 5G পাওয়া যাচ্ছে 3500 টাকা ছাড়ে

একটি নতুন স্মার্টফোন কেনার জন্য এই সময়টা একদম আদর্শ! কেননা, ই-কমার্স সাইট Flipkart তাদের ‘Big Bachat Dhamaal’ সেল শেষ হয়ে যাওয়া সত্ত্বেও একাধিক নামিদামি টেক ব্র্যান্ডের 4G তথা 5G হ্যান্ডসেটের সাথে বর্তমানে বাম্পার ডিসকাউন্ট ও আকর্ষণীয় ডিল অফার করছে। এক্ষেত্রে আজ আমরা ছাড়ের সাথে তালিকাভুক্ত ফোনগুলির মধ্যে Redmi Note 10T 5G -এর সাথে উপলব্ধ অফারের সম্পর্কে আপনাদের জানাবো। গত বছরের জুলাই মাসে আগত এই 5G কানেক্টিভিটির মডেলটিকে সীমিত সময়ের জন্য ফ্লাট ১৮% ডিসকাউন্ট সহ বিক্রি করা হচ্ছে। আর আপনারা যদি – ইএমআই, এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক অফারের ভরপুর ফায়দা তুলতে পারেন, তবে কেবল ৭৪৯ টাকা খরচ করে উক্ত ফোনটিকে বাড়ি নিয়ে আসতে পারবেন। তাই আপনারা যারা সস্তায় 5G মোবাইল ব্যবহারের আস্বাদন পেতে চান, তারা আর দেরি না করে এখুনি অনলাইন শপিং পোর্টালটির অন্দরে ঢুঁ মারুন। তবে তার আগে Redmi Note 10T 5G -এর বিশেষত্ব এবং অফার সম্পর্কে বিশদে জানতে আমাদের প্রতিবেদনটিতে চোখ বুলিয়ে নিতে পারেন।

ভারী ডিসকাউন্ট সহ Flipkart থেকে কিনে নিন Redmi Note 10T 5G

রেডমি নোট ১০টি ৫জি স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ১৮,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এখন উক্ত স্টোরেজ ভ্যারিয়েন্টকে পুরো ১৮% বা ৩,৫০০ টাকা ছাড়ের সাথে মাত্র ১৫,৪৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে।

ডিসকাউন্টের পাশাপাশি একাধিক অফারও পাবেন গ্রাহকেরা। যেমন, চেকআউটের সময় SBI ব্যাঙ্কের মাস্টারকার্ড ডেবিট কার্ড ব্যবহার করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার Flipkart Axis ব্যাঙ্কের কার্ড-হোল্ডাররা পেয়ে যাবেন ৫% ক্যাশব্যাক। পুরো টাকা এক সাথে শোধ করতে না চাইলে, মাসিক ৫৩৮ টাকার ইএমআই বিকল্প উপলব্ধ থাকছে। আর পুরোনো মোবাইলে পরিবর্তন করে এই নয়া স্মার্টফোন খরিদ করলে ১৪,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। তবে এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করার জন্য আপনার বিদ্যমান ফোনের অবস্থা ঠিক থাকা আবশ্যক।

Redmi Note 10T 5G -এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১০টি ৫জি ফোনের সামনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নি গরিলা গ্লাস প্রোটেকশন সহ ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডট ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য উক্ত ফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম ওএস স্কিনে চলবে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Redmi Note 10T 5G স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে একটি ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। আলোচ্য ৫জি মডেলটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।