Oppo K12: 512 জিবির বিশাল স্টোরেজ সহ নতুন ফোন আনছে ওপ্পো, সমস্ত ফিচার্স লিক!

গত জানুয়ারিতে শোনা গিয়েছিল, Oppo K12 ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট ব্যবহৃত হবে। এই তথ্যটি এক বিশিষ্ট টিপস্টার কর্তৃক সামনে আসে। আর আজ, একই টিপস্টার এই স্মার্টফোনটির সম্পর্কে আরও কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যদিও তিনি ডিভাইসটির লঞ্চের টাইমলাইন উল্লেখ করেননি, তবে মনে করা হচ্ছে যে, এটি বাজারে আসতে খুব বেশি সময় নেবে না। আপকামিং ফোনটির বিষয়ে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Oppo K12-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে, ওপ্পো কে১২-এ ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা অ্যামোলেড (AMOLED) প্যানেল হবে বলে মনে করা হচ্ছে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট ব্যবহৃত হতে পারে, যা ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ওপ্পো কে১২-এর ব্যাটারির আকার বা চার্জিং ক্ষমতা সম্পর্কে কোন তথ্য উপলব্ধ নেই। ফটোগ্রাফির জন্য, এই ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা থাকবে। আর ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।

তবে, এখনও স্পষ্ট নয় যে Oppo K12-এর ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি স্পেসিফিকেশন জুলাই মাসে চীনে লঞ্চ হওয়া Oppo K11 থেকে উত্তরাধিকারসূত্রে পাবে কিনা। জানিয়ে রাখি, K11-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, Qualcomm Snapdragon 782G চিপসেট, সর্বাধিক ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ ৫০ মেগাপিক্সেল (Sony IMX890) + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট রয়েছে।

প্রসঙ্গত, গত বছর বিশ্ব বাজারে প্রকাশিত OnePlus Nord CE 3 ফোনটি Oppo K11-এর একটি টুইকড ভার্সন ছিল। তাই, সম্ভবত এই বছর গ্লোবাল মার্কেটে Nord CE 4/5 মডেলটি Oppo K12-এর ওপর ভিত্তি করে বাজারে আসতে পারে।