5G নেটওয়ার্কের সাথে সংযুক্ত রোবোটিক্সের ট্রায়াল সফলভাবে পরিচালনা করলো Reliance Jio

চলতি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’ (India Mobile Congress) কনফারেন্স চলাকালীন ভারতের প্রথমসারির নেটওয়ার্ক প্রদানকারী টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio), সম্পূর্ণরূপে ক্লাউড-নেটিভ এবং ডিজিটালি পরিচালিত ১০০% ‘হোম-গ্রোন’ 5G নেটওয়ার্ক ডেভলপ করার কথা জানিয়েছিল। এখন, মুকেশ আম্বানির সংস্থাটি, দেশীয়ভাবে বিকশিত (indigenously) ৫জি (5G) রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (RAN) এবং ৫জি (5G) স্ট্যান্ডঅ্যালোন (SA) কোর নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত রোবোটিক্সের ট্রায়াল সফলভাবে পরিচালনা করেছে বলে সম্প্রতি খবর পাওয়া গেছে। সংস্থার ৫জি নেটওয়ার্ক বিভাগীয় একজন সিনিয়র এক্সিকিউটিভ এই কথা জানিয়েছেন। যিনি বর্তমানে, AIoT-ভিত্তিক প্ল্যাটফর্ম এবং ব্লকচেইন-ভিত্তিক অ্যাপ্লিকেশন ডেভলপ করার জন্য ভারপ্রাপ্ত আছেন।

শিল্পক্ষেত্রে 5G স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক ব্যবহারের গুরুত্ব বোঝাবে Jio 5G Robotics

রিলায়েন্স জিওর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (SVP) আয়ুষ ভাটনাগর, লিঙ্কেডিন (Linkedin)-এ বলেছেন, “জিও ৫জি রোবোটিক্স, নানাবিধ পরিষেবার পরিসরকে বিস্তৃত ও বাস্তবায়িত করেছে। যেমন, ম্যানুফ্যাচারিং ওয়্যারহাউসে ভারী দ্রব্যাদি উত্তোলন এবং লজিস্টিক থেকে শুরু করে, চিকিৎসা কর্মীদের সহায়তা করা, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রোবট তৈরী করা।” ভাটনাগরের ভাষায়, “এই সমস্ত বিষয়, উৎপাদন শিল্পে ব্যবহারের ক্ষেত্রে ৫জি স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্কের প্রকৃত সম্ভাবনাকে আন্ডারলাইন করে।”

তদুপরি, এক ভারপ্রাপ্ত জিও এক্সিকিউটিভের বিবৃতিতে, এই ট্রায়াল ইন্ডাস্ট্রি ৪.০ -এর ভ্যালু তৈরির ক্ষেত্রে “রোমাঞ্চকর সম্ভাবনার” পথ প্রশস্ত করবে বলেও শোনা গেছে।

প্রসঙ্গত, এর আগেও উক্ত টেলিকম সংস্থাটির কর্মকর্তারা ৫জি নেটওয়ার্ক বা তার রোলআউট সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ্যে এনেছিলেন। ডিসেম্বরের শুরুতেই লিঙ্কেডিনে একটি পোস্ট শেয়ার করা হয়েছিল, যাতে “রিলায়েন্স জিও তাদের নিজস্ব ৫জি নেটওয়ার্কে সংযুক্ত ড্রোন ব্যবহার করে সফলভাবে ট্রায়াল পরিচালনা করেছে” এমনটাই দাবি করেছিলেন একজন জিও এক্সিকিউটিভ।

এই সম্পূর্ণ ট্রায়ালের পদ্ধতি ও কার্যকরিতার বিবরণ দিতে গিয়ে সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল যে, “ক্লাউডে, ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করার মাধ্যমে, ৫জি নেটওয়ার্কের উপর ভিত্তি করে নির্ভুল কমান্ড ও যথাযথ ভাবে নিয়ন্ত্রণের সাথে ড্রোন চালনা করে নানাবিধ কাজ সম্পন্ন করা যাবে। যেমন- ইমেজ রিকগনিশন, ট্র্যাক-এন-ট্রেস, ডিসক্রিট পেলোড পিকআপ তথা ডেলিভারি, ড্রোন রুট সর্টিস, ভিডিও ইমেজরি, রিয়েল-টাইম ড্রোন কন্ট্রোল সহ আরও অনেক কিছু।

তদুপরি, ভারতে ৫জি পরিকাঠামো বিকাশের ক্ষেত্রে সংস্থাটি কিরূপ অগ্রগতি করেছে, তার জানান দিতে গিয়ে রিলায়েন্সের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ‘অ্যানুয়াল জেনারেল মিটিং’ -এ একটি বিশেষ ঘোষণা করেছিলেন। তৎকালীন সময়ে তিনি জানান যে, “হোম-গ্রোন ৫জি নেটওয়ার্কে ১জিবিপিএস গতি” অর্জন করতে সক্ষম হয়েছে তারা।

ভারতে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবার রোলআউটের প্রতি গুরুত্ব আরোপ করার কারণ বিশ্লেষণ করে আম্বানি বলেছেন, “ভারতকে ২জি থেকে ৪জি এবং ৫জি নেটওয়ার্কে মাইগ্রেশন করার প্রক্রিয়া শীঘ্রই সম্পূর্ণ করতে হবে৷ কেননা, লক্ষ লক্ষ ভারতীয়কে আর্থ-সামাজিক পিরামিডের নীচে ২জি নেটওয়ার্কে সীমাবদ্ধ করে রাখার অর্থ, তাদের ডিজিটাল বিপ্লবের সুবিধা থেকে বঞ্চিত করা।” তাই, সর্বসাধারণের জন্য ৫জি পরিষেবা রোলআউট করা বর্তমানে ভারতের ‘ন্যাশনাল প্রায়োরিটি’ হওয়া উচিত, এমনটাই বিশ্বাস করেন রিলায়েন্স অধিকর্তা।