জুনে Maruti-র গাড়িতে হেভি ডিসকাউন্ট, কোন মডেলে কত ছাড়, দেখুন

জুন মাস পড়তেই গ্রাহকদের জন্য বড়সড় ডিসকাউন্ট অফার নিয়ে হাজির হল দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki)। সংস্থার প্রিমিয়াম ডিলারশিপ চ্যানেল নেক্সা (Nexa)-র কয়েকটি গাড়ির মডেলে ছাড়ের ঘোষণা করা হয়েছে। ৩০ জুন পর্যন্ত এই অফার বৈধ থাকবে। তবে অঞ্চলভেদে এই ছাড়ের পরিমাণ ভিন্ন হতে পারে।

Maruti Suzuki Baleno এবং XL6 গাড়িটি ডিসকাউন্টের আওতার বাইরে রাখা হয়েছে। গাড়ি দু’টি সম্প্রতি ফেসলিফ্ট ভার্সনে লঞ্চ হয়েছে বাজারে।  মারুতি সুজুকির নেক্সা চ্যানেলে বিক্রিত সবচেয়ে সস্তার মডেল Ignis। যার ম্যানুয়াল ট্রান্সমিশন ভ্যারিয়েন্টে ২৩,০০০ টাকার ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। এছাড়া ৪,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট এবং ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস মিলছে। খুব শীঘ্রই Ignis-এর ফেসলিফ্ট ভার্সনে লঞ্চ করতে চলেছে মারুতি।

মিড-সাইজ কম্প্যাক্ট সেডান Maruti Suzuki Ciaz-এ কোন ক্যাশ ডিস্কাউন্ট দেওয়া হচ্ছে না। তবে নতুন মডেল কিনলে পাওয়া যাবে ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এছাড়া রয়েছে ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। বাজারে Honda City, Hyundai Verna, সদ্য লঞ্চ হওয়া Skoda Slavia ও Volkswagen Virtus গাড়িগুলির সাথে প্রতিযোগিতা চলে Ciaz-এর।

ডিসকাউন্টের তালিকায় শেষ মডেল Maruti S-Cross। জুনে ১২,০০০ টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে এস-ক্রস এসইউভি গাড়িটি। এছাড়া রয়েছে ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। Hyundai Creta ও Kia Seltos-এর প্রতিদ্বন্দ্বী গাড়িটি এবছরই বাজার থেকে তুলে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সংস্থার তরফে এ বিষয়ে কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি।

অন্যদিকে, YFG সাংকেতিক নাম সহ একটি নতুন কম্প্যাক্ট এসইউভি মডেল এ বছরের শেষের দিকে বাজারে আনতে পারে মারুতি সুজুকি। যা টয়োটার কমপ্যাক্ট এসইউভি মডেলের উপর ভিত্তি করে আসতে চলেছে। এটি হতে পারে একটি হাইব্রিড ভার্সন গাড়ি। সব ঠিকঠাক চললে গাড়িটি ২০২২-এর উৎসবের মরসুমে বাজারে পা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।