ইন্টেল i7 প্রসেসরের সাথে লঞ্চ হল Mi Notebook Pro 15

শাওমি সম্প্রতি চীনে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ল্যাপটপ Mi Notebook Pro 15। এই ল্যাপটপে আপনারা Nvidia GeForce MX350 GPU পেয়ে যাবেন এবং সঙ্গে থাকছে ইন্টেল কোর i5 এবং i7 দশম জেনারেশন চিপসেট। এই ল্যাপটপের দুটি মডেল রয়েছে- একটি আসে ইন্টেল কোর i5 প্রসেসরের সাথে এবং অন্যটি আসে i7 প্রসেসরের সাথে।

Mi Notebook Pro 15 এর i5 প্রসেসরযুক্ত ল্যাপটপের দাম ৫,৯৯৯ ইউয়ান বা ৬৫,০০০ টাকা এবং i7 প্রসেসরযুক্ত ল্যাপটপের দাম ৭৫,০০০ টাকা। দুটি মডেলেই আপনারা ১৫.৬ ইঞ্চি স্ক্রিন এবং উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন।

মি নোটবুক প্রো ১৫ ল্যাপটপে রয়েছে একটি ফুল এইচডি ডিসপ্লে এবং এনভিডিয়া জিফোর্স এমএক্স৩৫০ জিপিইউ। সঙ্গে থাকছে ১৬ জিবি ‌র‌্যাম এবং ১টিবি এসএসডি স্টোরেজ। কানেক্টিভিটির দিকে দেখতে গেলে এই ল্যাপটপের দুটি ইউএসবি পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, এসডি কার্ড স্লট, হেডফোন জ্যাক এবং দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। এছাড়াও এই ল্যাপটপ ব্যাকলিট কিবোর্ড এবং ডলবি স্পিকার রয়েছে। এই ল্যাপটপের ওজন ২ কিলোগ্রামের কাছাকাছি।

এদিকে এই ল্যাপটপকে ভারতে কবে লঞ্চ করা হবে, সে ব্যাপারে শাওমির তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই ভারতে শাওমি এমআই নোটবুক এবং এমআই নোটবুক হরাইজন এডিশন লঞ্চ করে দিয়েছে। যদি আপনার বাজেট থাকে ৫০,০০০ টাকার আশেপাশে তাহলে এই দুটি ল্যাপটপ আপনার জন্য অত্যন্ত ভালো অপশন হতে চলেছে। এই দুটি ল্যাপটপেই রয়েছে ১৪ ইঞ্চি স্ক্রিন এবং স্ক্রিন টু বডি রেশিও ৯০%-র বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *