Nothing এর প্রথম প্রোডাক্ট Ear 1 ইয়ারবাড ভারতে Flipkart থেকে পাওয়া যাবে

এ বছরের শুরুতে চাইনিজ ব্র্যান্ড ওয়ানপ্লাসের (OnePlus) সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই (Carl Pei) ‘নাথিং’ (Nothing) নামের একটি নতুন টেকনোলজি স্টার্টআপ শুরু করেছিলেন। লন্ডনে স্থাপিত এই কোম্পানির মূল উদ্দেশ্য হল, গ্ৰাহকদের জন্য আরও স্মার্ট ও কানেক্টেড ইলেকট্রনিক্স পণ্য নির্মাণ করা। কয়েক মাস আগে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, তাঁদের প্রথম ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, Nothing Ear 1 চলতি জুন মাসেই লঞ্চ হবে।

Flipkart থেকে পাওয়া যাবে Ear 1 ইয়ারবাড

যদিও ইয়ারবাডটি ভারতে আসবে কিনা তা নিয়ে বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রকম দাবি করা হচ্ছিল। তবে আজ নাথিং-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁরা ভারতে ইয়ার ১ ইয়ারবাডটি বিক্রির জন্য জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টের সঙ্গে অংশীদারিত্ব করেছে। Flipkart, Ear 1 ইয়ারবাডটির জন্য একটি মাইক্রো সাইটও তৈরি করেছে। জানা গেছে, ই-কমার্স সাইটটি ইয়ারবাডটি কেনার জন্য জন্য নো কস্ট ইএমআইয়ের সুবিধা দেবে।

Nothing Ear 1 ইয়ারবাড জুনে লঞ্চ হচ্ছে না

ভারতে ফ্লিপকার্ট থেকে ইয়ার ১ ইয়ারবাডটি পাওয়ার খবরে আপনি যদি খুশি হয়ে থাকেন, তাহলে একটি খারাপ খবরও আছে। আসলে নাথিং-এর তরফে যেমন ভাবা হয়েছিল যে, চলতি জুন মাসেই তাঁরা ইয়ার ১ (Ear 1)-কে বাজারে নিয়ে আসবে, সেটি হচ্ছে না। আপাতত লঞ্চের সময় কিছুটা স্থগিত করা হয়েছে। বিশ্বব্যাপী লঞ্চের সঙ্গে সঙ্গে ভারতেও একই সময় ইয়ারবাডটি পা রাখবে।

Nothing Ear 1 ইয়ারবাডের বিশেষত্ব

নাথিং ইয়ার ১ এর ফিচার যদিও এখনও জানা যায়নি। তবে একটি ব্লগ পোস্টে কার্ল লিখেছেন, “ইয়ার ১ (Ear 1)-এর ডিজাইন কেমন হতে চলেছে সেটি একেবারে টপ সিক্রেট। তবে আপনাদের এটুকু বলতে পারি এটি একদম আইকনিক ফর্ম, ট্রান্সপারেন্সি ও নতুন রকম প্রযু্ক্তির সমন্বয়ে তৈরী হয়েছে। এটি সেই সূচনা বিন্দু যা শৈল্পিকতা, আত্মবিশ্বাস এবং কারুকার্যকে সংজ্ঞায়িত করবে। “

এদিকে ফ্লিপকার্টের ইলেকট্রনিক্স বিভাগের সিনিয়র ডিরেক্টর, রাকেশ কৃষ্ণণ (Rakesh Krishnan) বলেছেন, “ভারতীয় গ্ৰাহকদের কাছে তাদের চাহিদাকে আন্দাজ করে সবচাইতে ভালো মানের প্রযুক্তি সম্পন্ন পণ্য পৌঁছে দেওয়ার কাজে ফ্লিপকার্ট একদম পুরোভাগে আছে এবং নাথিংয়ের (Nothing) এই প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। পাশাপাশি আমরা তাদের অংশীদার হয়ে অত্যন্ত খুশি অনুভব করছি। আশা করি, আগামী কিছু দিনের মধ্যেই ইয়ার ১ (Ear 1) ইয়ারবাডটিকে গ্ৰাহকদের সাথে পরিচয় করিয়ে দিতে পারব।”

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন