Jio Unlimited Data Plan: জিও-র এই প্ল্যানে কোনো লিমিট নেই, যত ইচ্ছা ব্যবহার করুন ইন্টারনেট ডেটা

দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি, Reliance Jio নানাবিধ বেনিফিট যুক্ত বিভিন্ন মূল্যের রিচার্জ প্ল্যান গ্রাহকদের অফার করে থাকে। তবে আজ আমরা বিশেষ ভাবে জিওর সেইসব প্রিপেইড প্ল্যানগুলি সম্পর্কে আপনাদের জানাবো, যেগুলিতে কোনো দৈনিক ডেটা লিমিট নেই। অর্থাৎ, গ্রাহকেরা তাদের প্রয়োজন অনুযায়ী প্রতিদিন ডেটা খরচ করতে পারবেন। আমরা কথা বলছি, সংস্থার লেটেস্ট ৫টি প্রিপেইড প্ল্যানের প্রসঙ্গে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে Jio তাদের গ্রাহকবেসকে দৈনিক ডেটা লিমিটের নিয়ন্ত্রণ থেকে মুক্তি দিতে ৫টি ‘ফ্রিডম প্ল্যান’ নিয়ে এসেছিলো। যাদের মূল্য ১২৭ টাকা, ২৪৭ টাকা, ৪৪৭ টাকা, ৫৯৭ টাকা এবং ২,৩৯৭ টাকা। তবে শুধু দৈনিক ডেটা লিমিট থেকে মুক্তি নয়, Jio-র এই প্ল্যানগুলি দৈনিক ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা প্রদান করে।

দৈনিক ডেটা লিমিট হীন Reliance Jio-র প্রিপেইড প্ল্যানের তালিকা

১২৭ টাকার জিও প্রিপেইড রিচার্জ প্ল্যান: ১২৭ টাকার এই জিও প্রিপেইড প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতি দিনের কোনো বাঁধাধরা ডেটা লিমিট নেই। ১৫ দিনের বৈধতা যুক্ত এই প্ল্যানে মোট ১২ জিবি ডেটা দেওয়া হবে। গ্রাহকেরা একদিনেই এই পুরো ডেটা খরচ দিতে করতে পারেন, আবার ১৫ দিন ধরেও ব্যবহার করতে পারবেন। তবে, নির্ধারিত ডেটা লিমিট যদি সময়ের আগে শেষ হয়ে যায়, তাহলে ইন্টারনেট স্পিড কমে ৬৪Kbps হয়ে যাবে। এরই সাথে, আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস -এর সুবিধা পাওয়া যাবে। আর, Jio TV, Jio Cinema, Jio News, jio Security, Jio Cloud -এই প্রত্যেকটি জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস অফার করা হবে।

২৪৭ টাকার জিও প্রিপেইড রিচার্জ প্ল্যান: ২৪৭ টাকার এই জিও প্ল্যানের মেয়াদ ৩০ দিন। গ্রাহকেরা এই প্ল্যানের আওতায় মোট ২৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। ডেটা ব্যবহারের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ Kbps হয়ে যাবে। এছাড়া, আনলিমিটেড ভয়েস কল, ১০০টি এসএমএস এবং সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও মিলবে।

৪৪৭ টাকার জিও প্রিপেইড রিচার্জ প্ল্যান: ৬০ দিনের বৈধতা সম্পন্ন এই রিচার্জ প্ল্যানে মোট ৫০ জিবি ডেটা অফার করা হবে। এটির ক্ষেত্রেও দৈনিক ডেটা ব্যবহারের কোনো সীমা নেই। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ Kbps হয়ে যাবে। এই প্ল্যানে, আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে।

৫৯৭ টাকার জিও প্রিপেইড রিচার্জ প্ল্যান: জিও তাদের ৫৯৭ টাকার প্রিপেইড প্ল্যানে, মোট ৭৫ জিবি ইন্টারনেট ডেটা, আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি এসএমএস এবং সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন প্রদান করবে গ্রাহকদের। এই প্ল্যানের মেয়াদ ৯০ দিন।

২,৩৯৭ টাকার জিও প্রিপেইড রিচার্জ প্ল্যান: ২,৩৯৭ টাকার বিনিময়ে জিও গ্রাহকেরা মোট ৩৬৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানেও কোনো দৈনিক ডেটা লিমিট নেই। পূর্ববর্তী প্রত্যেকটি প্ল্যানের ন্যায়, এটির নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে হয়ে যাবে ৬৪ Kbps। এছাড়া, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং জিও অ্যাপের অ্যাক্সেস বিনামূল্যে দেওয়া হবে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন