Poco F5 Pro: পোকোর ফ্ল্যাগশিপ কিলারের অপেক্ষায় গোটা দুনিয়া, লঞ্চের আগে ফিচার্স ঝালিয়ে নিন

পোকো (Poco) চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে একাধিক নতুন মডেল বাজারে এনেছে। শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি জানুয়ারি থেকে এখনও পর্যন্ত পাঁচটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে – Poco C50, Poco C51, Poco C55, Poco X5 5G, এবং Poco X5 Pro 5G৷ আবার আগামী মাসে সংস্থার ফ্ল্যাগশিপ কিলার হিসাবে পরিচিত F-সিরিজে Poco F5 এবং F5 Pro নামে দুটি নয়া মডেল লঞ্চ হবে।

লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, Poco F5 Pro ফোনটিকে থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) এবং টিইউভি (TUV) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে F5 Pro-এর উপস্থতি শীঘ্রই লঞ্চের দিকে ইঙ্গিত করছে।

Poco F5 Pro পেল NBTC-এর অনুমোদন

৯১মোবাইলস জানিয়েছে, পোকো এফ৫ প্রো 23013PC75G মডেল নম্বর সহ থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে৷ এটি ডিভাইসের গ্লোবাল ভ্যারিয়েন্ট হতে পারে, কেননা এর মডেল নম্বরের শেষে ‘G’ (Global) অক্ষরটি রয়েছে। তবে, এনবিটিসি তালিকাটি পোকোর এই নয়া এফ-সিরিজের স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই প্রকাশ করেনি।

সূত্রের দাবি, পোকো এফ৫ এবং এফ৫ প্রো আসলে দুটি নতুন রেডমি ফোনের রিব্র্যান্ডেড ভার্সন। কোম্পানি বিশ্ব বাজারে পোকো এফ৫ মডেলটি রেডমি নোট ১২ টার্বো-এর রিব্যাজড সংস্করণ হিসাবে লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে। যেখানে, গ্লোবাল মার্কেটের জন্য পোকো এফ৫ প্রো একটি রিব্র্যান্ডেড রেডমি কে৬০ হওয়ার সম্ভাবনা৷

Poco F5 Pro-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Poco F5 Pro-এ ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ-টি যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, Poco F5 Pro-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। সহায়ক লেন্স হিসেবে এতে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে বলে জানা গেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Poco F5 Pro সম্ভবত ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে আসবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। পূর্বসূরির মতো, Poco F5 Pro-ও নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। হ্যান্ডসেটটিতে একটি স্টেরিও স্পিকার সেটআপও থাকতে পারে।