Samsung Galaxy Fold 3 আন্ডার ডিসপ্লে ক্যামেরার প্রথম ফোল্ডিং ফোন হবে, থাকবে এস পেন সাপোর্ট

Samsung-এর অরিজিনাল Galaxy Z Fold-এর তুলনায় Galaxy Z Fold 2 একাধিক আপগ্রেড পেয়েছিল৷ নচ-বিহীন ডিসপ্লে, বড় কভার স্ক্রিন, এবং সামগ্রিকভাবে আরও ভাল স্পেসিফিকেশন সহ Galaxy Z Fold 2 লঞ্চ হয়েছিল৷ আবার এ বছর লঞ্চ হতে চলা Galaxy Z Fold 3 তার পূর্ববর্তী মডেলের থেকেও বড়সড় আপগ্রেড পেতে চলেছে৷ ফাঁস হওয়া নতুন রিপোর্টে এরকমই তথ্য সামনে আনা হয়েছে৷

গ্যালাক্সি জেড ফোল্ড ৩ স্মার্টফোনে ক্যামেরা মডিউলে একটু ভিন্ন ডিজাইন লক্ষ্য করা যাবে৷ ফাঁস হওয়া ছবি দেখে আমরা বলতে পারি, এর ক্যামেরা মডিউল আরও স্লিম হবে৷ এখানেও ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে৷ তবে এলইডি ফ্ল্যাশটি তৃতীয় ক্যামেরা লেন্সের নিচে রাখা৷ গ্যালাক্সি জেড ফোল্ড ২-এর কথায় আসলে, এর এলইডি ফ্ল্যাশ প্রাইমারি ক্যামেরার পাশে বসানো ছিল৷

এদিকে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এস পেন স্ট্যাইলাস (S Pen Stylus) সাপোর্ট করবে৷ নতুন রিপোর্ট বলা হয়েছে, গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ব্যবহারকারীরা ভিডিও কলে থাকাকালীন অবস্থাতেও এস পেন ব্যবহার করে নোট লিখতে পারবেন৷ আবার এস পেনের গোড়ায় ফাইন টিপ অনুপস্থিত৷ লেখার সময় ফোল্ডেবল স্ক্রিনের যাতে কোনো ক্ষতি নখ হয় তা নিশ্চিত করার জন্যই এটা করা হয়েছে৷ তবে স্টাইলাস পেনের জন্য ডেডিকেটেড স্লট থাকবে, না আলাদাভাবে বিক্রি করা হবে, তা এখন নিশ্চিত করা যাচ্ছে না৷

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, গ্যালাক্সি জেড ফোল্ড ৩ আন্ডার ডিসপ্লে ক্যামেরা সেন্সর সহ লঞ্চ হবে। যার ফলে পূর্ববর্তী মডেলের তুলনায় এটি আরও উৎকৃষ্ট স্ক্রিন টু বডি অনুপাত অফার করবে৷ নেক্সট জেনারেশন ফোল্ডেবল ফোনে এই বিশেষ প্রযুক্তি যুক্ত করার জন্য স্যামসাং দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল। তবে আন্ডার ডিসপ্লে ক্যামেরার সংযুক্তিকরণ লজিস্টিকিস সমস্যার জন্য এখনও নিশ্চিত করা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন