Sony Xperia 1 V: দুর্ধর্ষ ক্যামেরার প্রতিশ্রুতি দিয়ে ফ্ল্যাগশিপ ফোন আনছে সনি, 11 মে লঞ্চ

বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা সনি (Sony) স্মার্টফোনের বাজারে খুব একটা সক্রিয় নয়। যদিও, এই জাপানি ব্র্যান্ডটি প্রতি বছর তাদের Xperia সিরিজের অধীনে কয়েকটি প্রিমিয়াম ফোন লঞ্চ করে থাকে। তেমনই একটি নতুন Sony Xperia হ্যান্ডসেট আগামী মাসে বাজারে পা রাখতে চলেছে। সনি ঘোষণা করেছে যে, তারা আগামী ১১মে জাপানে নয়া ফোনটি উন্মোচন করবে। অফিসিয়াল নাম প্রকাশ না হলেও এটি Sony Xperia 1 V নামে আসবে বলে আশা করা হচ্ছে। আসুন তাহলে আপকামিং Sony Xperia এর লঞ্চ সংক্রান্ত তথ্যের পাশাপাশি কী কী খবর সামনে এসেছে, সেগুলি দেখে নেওয়া যাক।

ঘোষিত হল Sony Xperia 1 V-এর লঞ্চের তারিখ

সনি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে নিশ্চিত করেছে যে, জাপানে আগামী ১১ মে, দুপুর ১ টায় (স্থানীয় সময়) একটি নতুন সনি এক্সপেরিয়া ফোনের ওপর থেকে পর্দা সরানো হবে। সম্ভবত এটি সনি এক্সপেরিয়া ১ ভি নামে আত্মপ্রকাশ করবে। নয়া স্মার্টফোনের লঞ্চ ইভেন্টটি ব্র্যান্ডের অফিসিয়াল ইউটিউবচ্যানেলে লাইভ-স্ট্রিম করা হবে বলে জানানো হয়েছে। কোম্পানি বলেছে যে, আসন্ন এক্সপেরিয়া ফোনে পরবর্তী প্রজন্মের সেন্সর এবং নেক্সট জেনারেশন ইমেজিং ফিচার থাকবে। এগুলি ছাড়া সনি এই কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি।

জানিয়ে রাখি, গত ফেব্রুয়ারিতে সনি এক্সপেরিয়া ১ ভি-এর কিছু রেন্ডারের পাশাপাশি একটি লাইভ ইমেজও অনলাইনে ফাঁস হয়েছিল। এগুলি নির্দেশ করে যে, ডিভাইসটি তার পূর্বসূরির মতো একই ডিজাইন অফার করবে। এটিতে স্লিম স্ক্রিন বেজেল এবং একটি মসৃণ লুক সহ একটি লম্বা অ্যাসপেক্ট রেশিও থাকবে। ফোনের ডান প্রান্তে একটি ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ পাওয়ার বাটন, ভলিউম রকার এবং একটি ক্যামেরা শাটার বাটন উপস্থিত থাকবে। আর রিয়ার প্যানেলে উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা মডিউল দেখা যাবে, যার মধ্যে দুটি সেন্সর, একটি পেরিস্কোপ লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে৷

এছাড়া মূল স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Sony Xperia 1 V-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির ৪কে (4K) এইচডিআর ওলেড ডিসপ্লে থাকতে পারে। তবে এটি সম্ভবত কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ১৬ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকতে পারে। আর ফটোগ্রাফির জন্য, Xperia 1 V-এর ক্যামেরা সেটআপে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স এবং একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স উপস্থিত থাকবে বলে অনুমান করা হচ্ছে।