পরিবেশ কে বাঁচাতে কাগজে প্রিন্টের পরিবর্তে প্রোডাক্টের ই-ক্যাটালগ লঞ্চ করলো Samsung

বড় বড় বহুজাতিক কোম্পানিগুলি লাভজনক ব্যবসার পাশাপাশি এখন পরিবেশের কথাও চিন্তা করছে। হতে পারে এও এক প্রকার মার্কেটিং কৌশল, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের চিন্তা ভাবনা পৃথিবীর দীর্ঘস্থায়ী ও সার্বিক বিকাশের পক্ষে ইতিবাচক প্রভাব রাখবে। সম্প্রতি Appleও এই কারণে তাদের আইফোন ১২ সিরিজের বাক্স থেকে চার্জার অ্যাডাপ্টার সরিয়ে দিয়েছে। এবার কোরিয়ান কোম্পানি Samsung পরিবেশের কথা ভেবে তাদের প্রোডাক্টের একটি ই-ক্যাটালগ লঞ্চ করতে চলেছে। কাগজের প্রিন্টের পরিবর্তে ই-ক্যাটালগ ব্যবহারের মধ্য দিয়ে গ্ৰাহকদের সুরক্ষা সুনিশ্চিত করতে চায় Samsung। এছাড়া এর মাধ্যমে কার্বন ফুটপ্রিন্ট কমানোর কথাও তারা ভাবছে।

Samsung-এর এই ই-ক্যাটালগের মাধ্যমে গ্ৰাহকরা Samsung-এর তৈরি স্মার্টফোন, অ্যাকসেসরি, টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, এয়ার পিউরিফায়ার, স্মার্ট ওভেন ও সাউন্ড ডিভাইস- এই সমস্ত কিছুই দেখতে পারবেন।

এই ক্যাটালগে প্রোডাক্টগুলির হাই কোয়ালিটি ছবির সঙ্গে সেগুলির ফিচার সুন্দর ভাবে উল্লেখ করা থাকবে। তার সঙ্গে আবার থাকবে প্রোডাক্টের আনবক্সিং ভিডিও। গ্ৰাহকরা প্রোডাক্ট শর্টলিস্ট করে বিভিন্ন মডেলের মধ্যে তুলনাও করতে পারবেন।

Samsung জানিয়েছে তাদের সমস্ত ই-ক্যাটালগ মোবাইলেও দেখা যাবে। গ্ৰাহকরা চাইলে যেমন খুশি তেমন রেজোলিউশনে ক্যাটালগগুলি ডাউনলোডও করতে পারবেন। Samsung আরও জানিয়েছে, এই ই-ক্যাটালগ তাদের রিটেল পার্টনারদের গ্ৰাহকদের আরও ভালো পরিষেবা দিতে সাহায্য করবে। এর ফলে তারা ইমেল, WhatsApp মেসেজ ও টেক্সটের মাধ্যমে প্রোডাক্ট বিষয়ক তথ্য সহজেই আদান-প্রদান করতে পারবে।