iPhone সহ Apple এর বিভিন্ন প্রোডাক্টের ওপর মোটা টাকা ছাড়, ফ্লিপকার্টে শুরু হল অ্যাপল ডেজ সেল

ওয়ালমার্টের (Walmart) মালিকানাধীন ফ্লিপকার্ট (Flipkart) আরো একবার তাদের ‘Apple Days’ সেল নিয়ে হাজির হলো। ফলে, মোটা টাকা ছাড়ের সঙ্গে অ্যাপলের (Apple) যে কোন ডিভাইস কেনার জন্য এক্ষুনি ফ্লিপকার্টের দরজায় কড়া নাড়ুন। কারণ, আজ থেকে আরম্ভ হলেও সেল চলবে মার্চের ৪ তারিখ পর্যন্ত। তাই দেরী করলে পস্তাতে হবে আপনাকেই!

এখন প্রশ্ন হলো ‘Apple Days’ উপলক্ষ্যে ফ্লিপকার্টের ঝুলিতে ঠিক কি কি অফার রয়েছে। এর উত্তরে বলতে হয় অ্যাপলের সমস্ত প্রোডাক্ট- iPhone, Apple Watch, Apple AirPods, Apple HomePod প্রভৃতি এই সেলে সস্তায় কেনা যাবে। তাছাড়া ব্যাঙ্ক অফার হিসাবে সেল চলাকালীন HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রোডাক্ট কিনলে ৬,০০০ টাকার বেশী অর্থ সাশ্রয় হতে পারে। রেগুলার এবং ইএমআই – উভয় পদ্ধতিতে অর্থ পরিশোধের ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য।

Apple Days সেলের বিষয়ে বলতে গেলে প্রথমেই আইফোনের কথা বলতে হয়। এই সেলে Apple iPhone 11 ডিভাইসটি ক্রয় করতে ৪৯,৯৯৯ টাকা খরচ করতে হবে। উল্লেখ্য, Apple iPhone 11 -এর বেস ভ্যারিয়েন্টটি ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। এতে রয়েছে ৬.১ ইঞ্চির স্ক্রিন এবং ১২ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা। আবার Apple iPhone SE সেল চলাকালীন মাত্র ৩১,৯৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে। বায়োনিক এ১৩ চিপসেট সম্পন্ন এই আইফোন মডেলটিতে রয়েছে ৭ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও উপলব্ধ।

আইফোনের তালিকায় শেষ উল্লেখ হিসেবে Apple iPhone 12 Mini মডেলটির কথা বলতে হয়। HDFC ব্যাঙ্কের অফার সহ ফ্লিপকার্টে আইফোনের এই মডেলের দাম ৬৩,৯০০ টাকা। এর বেস মডেলটি ৬৪ জিবি স্টোরেজের সঙ্গে এসেছে। এতে বায়োনিক এ১৪ চিপসেট এবং ওএলইডি স্ক্রিন ব্যবহার করা হয়েছে।

Apple Days সেল চলাকালীন ফ্লিপকার্টে Apple Macbook Air -এর কোর i3 মডেলটির দাম পড়বে ৮৩,৯৯০ টাকা। এক্ষেত্রে ক্রেতা প্রায় ৯% ছাড় পেয়ে যাবেন। এটি ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ ও ১৩.৩ ইঞ্চির স্ক্রিন সহ এসেছে। অন্যদিকে কোর i5 মডেলটি কিনতে হলে ক্রেতাকে এই মুহূর্তে ১,০৯,৯০০ টাকা পরিশোধ করতে হবে।

এছাড়া এখন ফ্লিপকার্টে Apple Watch SE -এর ৪০ এমএম মডেলটি ২৯,৯০০ টাকার বিনিময়ে ক্রয় করা যাবে। অ্যাপলের দাবী একবার চার্জে তাদের এই স্মার্টওয়াচ ১৮ ঘন্টারও বেশী পর্যন্ত সচল থাকতে সমর্থ। এটি সুইম-প্রুফ ডিজাইনের সঙ্গে উপলব্ধ।

সবশেষে বলি Apple Homepod স্মার্ট স্পিকারের কথা। Apple Days উপলক্ষ্যে ফ্লিপকার্টে এই ডিভাইসটির দাম পড়বে ১৯,৯০০ টাকা। এর মিনি ভ্যারিয়েন্টের দাম অবশ্য ৯,৯০০ টাকা, যা মূল ভ্যারিয়েন্টের তুলনায় অনেকটাই কম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন