বাচ্চারা কোথায় যাচ্ছে জানতে পারবেন, লঞ্চ হল Xiaomi MITU 4G Phone Watch 5C স্মার্টওয়াচ

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি Xiaomi সম্প্রতি বাচ্চাদের জন্য তাদের ঘরের মার্কেটে লঞ্চ করল MITU Children 4G Phone Watch 5C নামক একটি দুর্দান্ত স্মার্টওয়াচ। মূলত, বাচ্চাদের সুরক্ষা ও নিরাপত্তার প্রতি গুরুত্ব আরোপ করেই এই ওয়্যারেবলটিকে নিয়ে আসা হয়েছে। শাওমি মিটু চিলড্রেন ৪জি ফোন ওয়াচ ৫সি তে পাওয়া যাবে লোকেশন ট্র্যাকিং, অ্যাক্টিভিটি ট্র্যাকিং, ভিডিও কলিং এবং ভয়েস অ্যাসিস্টেন্ট সাপোর্টের মতো গুরুত্বপূর্ণ ফিচার। এছাড়া, শাওমি তাদের এই স্মার্টওয়াচটিতে ৪জি কানেকশন উপলব্ধ করায়, এটিকে সিম কার্ড ইন্সার্ট করেও ব্যবহার করা যাবে। প্রসঙ্গত, সংস্থাটি চীনে তাদের এই স্মার্টওয়াচের দাম, ৩৭৯ ইউয়ান (প্রায় ৪,৩১১ টাকা) ধার্য করেছে। আশা করা যায় শীঘ্রই MITU Children 4G Phone Watch 5C স্মার্টওয়াচ ভারত সহ অন্যান্য মার্কেটে লঞ্চ হবে।

Xiaomi MITU Children 4G Phone Watch 5C স্মার্টওয়াচ লোকেশন ট্র্যাকিং ফিচারের সাথে এসেছে

শাওমি মিটু চিলড্রেন ৪জি ফোন ওয়াচ ৫সি ওয়্যারেবলটিতে একটি ১.৪ ইঞ্চির রঙিন ডিসপ্লে দেখা যাবে। আবার এটিতে লোকেশন ট্র্যাকিং ফিচার পাওয়া যাবে। এর সাহায্যে অভিভাবকরা নিজেদের সন্তানদের মুভমেন্ট বা লোকেশনকে সর্বক্ষণ ট্র্যাক করতে পারবেন। স্পোর্টিং লুকের সাথে আসা এই স্মার্টওয়াচটিতে, সংস্থাটির নিজস্ব XiaoAI ভয়েস অ্যাসিস্টেন্ট ফিচারের সুবিধা মিলবে। আবার, ভিডিও কলিং -এর সুবিধার্থে এই ডিভাইসটিতে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত একটি ক্যামেরাও উপলব্ধ।

আবার Xiaomi MITU Children 4G Phone Watch 5C স্মার্টওয়াচ ৪জি কানেক্টিভিটি অপশন সহ আসায়, ইউজাররা এই ডিভাইসটিতে সিম কার্ড ইন্সার্ট করতে পারবেন। এছাড়া জানিয়ে রাখি, উক্ত স্মার্টওয়াচটিকে ২০ মিটার গভীরতা পর্যন্ত জল প্রতিরোধী ক্ষমতা বর্তমান। ফলে সুইমিং পুলে বা বৃষ্টির মধ্যেও এটিকে বাচ্চারা পরে থাকতে পারবে।

এই স্মার্টওয়াচটিতে ৯০০ এমএএইচ ক্যাপাসিটির একটি ব্যাটারি পাওয়া যাবে, যা দীর্ঘস্থায়ী পাওয়ার ব্যাকআপ দেবে বলে শাওমি দাবি করেছে। অন্যান্য ফিচারের কথা বললে, এই ওয়্যারেবলটিকে বেশ কয়েকটি নয়া ও অত্যাধুনিক ফিচারের সাথে কনফিগার করে নিয়ে আসা হয়েছে। এগুলি, বাচ্চাদের অ্যাক্টিভিটি এবং শিডিউল ট্র্যাক করতে সহায়তা করবে। শাওমির এই স্মার্টওয়াচটিতে ইউজাররা লার্নিং অ্যাপও ডাউনলোড করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন