BEML: ফের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচতে চলেছে কেন্দ্র, জুলাইয়ের মধ্যে বিলগ্নিকরণ শেষ করতে চায়

ফের রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিলগ্নিকরণের পথে হাঁটতে চলেছে মোদি সরকার। সরকারি প্রতিরক্ষা সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড বা বিইএমএল (BEML)-এ নিজেদের ২৬ শতাংশ অংশিদারিত্ব বেচতে চলেছে কেন্দ্র। রিপোর্ট অনুযায়ী, জুলাইয়ের মধ্যে বিলগ্নিকরণ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

ইটিনাউ-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, জুনের মধ্যে নতুন মালিকানার জন্য দরপত্র জমা দিতে বলবে সরকার। আবার জুলাই পর্যন্ত দরপত্র গ্রাহ্য হওয়ার সম্ভাবনা আছে৷ কারণ সঠিক দাম নির্ধারণের জন্য সরকার খুব বেশি তাড়াহুড়ো নাও করতে পারে।

৫৮ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া ভারত আর্থ মুভার্স লিমিটেড মাইনিং, নির্মাণ, প্রতিরক্ষা, এরোস্পেস, রেল, ও মেট্রো ক্ষেত্রে কাজ করে। এছাড়াও, সংস্থাটি কোল ইন্ডিয়া, প্রতিরক্ষা দপ্তর, এবং বিভিন্ন মেট্রো রেল কর্পোরেশনকে পরিষেবা সরবরাহ করে থাকে।

বর্তমানে ভারত আর্থ মুভার্স লিমিটেডের আয়ের ৪৯ শতাংশ মাইনিং এবং কনস্ট্রাকশনের ব্যবসা থেকে আসে। মোট আয়ে রেল এবং মেট্রো সংক্রান্ত কাজের অবদান ৩৬ শতাংশ। আর বাকি ১৫ শতাংশ আয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং এরোস্পেস ইন্ডাস্ট্রি থেকে আসে।