DSLR-এর মতোই ছবি উঠবে! Vivo X100 Ultra লঞ্চের আগে বড় দাবি সংস্থার কর্তার

ভিভো গত বছর নভেম্বর মাসে তাদের ফ্ল্যাগশিপ X100 সিরিজের অধীনে Vivo X100 এবং Vivo X100 Pro লঞ্চ করেছিল। স্মার্টফোনগুলি চলতি বছরের শুরুতে ভারতের বাজারেও পা রেখেছে। তার পর থেকেই জল্পনা শোনা যাচ্ছে যে, এই লাইনআপে আরও একটি মডেল অন্তর্ভুক্ত থাকবে, যার নাম Vivo X100 Ultra। এটি X100 সিরিজের তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী মডেল হবে। ফোনটির অন্যতম বিশেষত্ব হবে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর ক্যামেরা ফিচার্স। শোনা যাচ্ছে যে, এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে Vivo X100 Ultra বাজারে পা রাখতে পারে। এবার ভিভো প্রোডাক্টের ভাইস প্রেসিডেন্ট, হুয়াং তাও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন যে, X100 Ultra-এর লঞ্চের জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।

Vivo X100 Ultra-এ মিলবে পেশাদারী ক্যামেরার মতো গুণমাণের ছবি

ভিভো প্রোডাক্টের ভাইস প্রেসিডেন্ট, হুয়াং তাও তার ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট) পোস্টে ভিভো এক্স100 আল্ট্রা-এর জন্য ব্যাপক প্রত্যাশার কথা স্বীকার করেছেন। এই ফোনটিকে প্রায়শই “থ্যানোস” (Thanos) বলে ডাকা হয়। তিনি ভিভো অনুরাগীদের এই মনোযোগ এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এর পাশাপাশি এই ধরনের উন্নত ক্ষমতা সম্পন্ন একটি ডিভাইস তৈরির বিশাল চ্যালেঞ্জের ওপরও জোর দিয়েছেন। এমনকি, হুয়াং এটিকে একটি পেশাদার ক্যামেরা তৈরি করার সাথে তুলনা করেছেন, যা ফোন হিসাবে কাজ করবে। তিনি গ্রাহকদের আশ্বস্ত করেছেন যে, ভিভো এক্স100 আল্ট্রা-এর প্রযুক্তিগত প্রতিবন্ধকতাগুলিকে যত্ন সহকারে সমাধান করা হচ্ছে এবং তিনি অপেক্ষারত ক্রেতাদের আরও কিছুদিন ধৈর্য ধরার জন্য অনুরোধ করেছেন, যেহেতু কোম্পানি বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ভিভো এক্স100 আল্ট্রা-এ ই7 অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা কোয়াডএইচডি+ রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি হবে ভিভোর প্রথম স্মার্টফোন, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেটে চলবে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo X100 Ultra-এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের LYT-900 প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এটি একই প্রধান ক্যামেরা, যা Xiaomi 14 Ultra এবং Oppo Find X8 Ultra-তে রয়েছে। X100 Ultra-এ প্রধান ক্যামেরা সাথে একটি আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি টেলিফটো ক্যামেরা এবং একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যুক্ত হবে।

এছাড়াও প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Vivo X100 Ultra-এর 200-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাটি 100 মিলিমিটারের ফোকাল লেন্থ, 4.3x অপটিক্যাল জুম এবং 200x ডিজিটাল জুম অফার করবে। ডিভাইসটি দ্বি-মুখী স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করবে বলেও জানা গেছে। মনে করা হচ্ছে যে, Vivo X100 Ultra মে মাসে আত্মপ্রকাশ করতে পারে।