iPhone 12 এর উপর হাজার হাজার টাকা ডিসকাউন্ট, ১১ শতাংশ ছাড়ে মিলছে iPhone 13
আর হয়ত সামান্য কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বাজারে পরবর্তী প্রজন্মের আইফোন (iPhone) লাইন-আপ বা নতুন iPhone 14 (আইফোন ১৪) স্মার্টফোন সিরিজ লঞ্চ করবে Apple (অ্যাপল)। প্রিমিয়াম ডিভাইস নির্মাতা সংস্থাটি এই লঞ্চ ইভেন্টের সময়সূচী ঘোষণা করেনি, তবে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে আগামী ৭ই সেপ্টেম্বর তারা iPhone 14 সিরিজ এবং আরো কিছু ডিভাইস প্রবর্তন করবে। স্বাভাবিকভাবেই, প্রতিবছরের মত এবারেও নতুন আইফোন লঞ্চের আগে পুরনো মডেলগুলির দাম কমেছে। তাই যারা দীর্ঘদিন ধরে একটি আধ খাওয়া আপেলের লোগোযুক্ত হ্যান্ডসেট কিনতে চান, তাদের জন্য এটিই আইফোনের মালিক হওয়ার সঠিক সময়!
এক্ষেত্রে যারা ভাবছেন কোথা থেকে আইফোন কিনলে বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে তাদের বলি, জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) সাম্প্রতিক বছরগুলিতে লঞ্চ হওয়া iPhone 13 (আইফোন ১৩) এবং iPhone 12 (আইফোন ১২) মডেলের ওপর ফ্ল্যাট ডিসকাউন্টসহ কিছু বিশেষ অফার দিচ্ছে। ফলে এখান থেকে আপনারা অনেকটা সস্তায় নতুন আইফোন পকেটস্থ করতে পারবেন। আসুন, এখন দেখে নিই iPhone 13 বা iPhone 12 কেনার ক্ষেত্রে কী সুবিধা দিচ্ছে Amazon।
iPhone 13-র ওপর Amazon-এর অফার
আইফোন ১৩ মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৭৯,৯০০ টাকা। তবে অ্যামাজন এখন এর দামের ওপর ১১ শতাংশ ছাড় দিচ্ছে। এই কারণে ফোনটি (নির্বাচিত কালার অপশন) ৭০,৯০০ টাকায় কেনা যাবে। তবে সংস্থা ২৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে, যার ফলে ক্রেতারা ৪৬,৯০০ টাকা দিয়েই আইফোনটি কিনতে পারবেন। আবার একসাথে পুরো দাম দিয়ে ফোনটি কিনতে না চাইলে এখানে নো কস্ট ইএমআইয়ের সুবিধাও উপলব্ধ।
iPhone 12-র ওপর Amazon-এর অফার
অ্যামাজনে ২০২০ সালে লঞ্চ হওয়া আইফোন ১২-র ৬৪ জিবি মডেলের ওপর এখন ১৮% ডিসকাউন্ট মিলছে। ফলত ফোনটির দাম ৬৫,৯০০ টাকা হলেও এটি ৫৩,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার এটিতেও ২৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার বিদ্যমান, সুতরাং সব ছাড় বা অফার মিলিয়ে দেখতে গেলে এই আইফোন মাত্র ২৯,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাওয়া যাচ্ছে।