ভারতে 1000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে ইউরোপের নামী ট্রাক্টর সংস্থা

ভারতের ট্রাক্টর মার্কেটে Mahidra, Escorts, এবং TAFE-র মতো দেশীয় সংস্থার সঙ্গে লড়াইয়ে জিততে এবার কোমর বাঁধছে কেস নিউ হল্যান্ড (Case New Holland) বা সিএনএইচ। ইউরোপের এই অন্যতম জনপ্রিয় ট্রাক্টর নির্মাতা ভারতে তাদের অংশীদারিত্ব দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে।

লক্ষ্য পূরণে ২০ থেকে ৪০ এইচপি বিভাগে একাধিক ট্রাক্টর ডেলেভল করছে কেস নিউ হল্যান্ড। নতুন ট্রাক্টরগুলি সংস্থার কমদামী মডেলের ভূমিকা পালন করে ক্রেতা টানতে সাহায্য করবে। ইকনমিক টাইমসকে সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রৌনক ভার্মা বলেন, নতুন পণ্য বিকাশ, আর্থিক পরিষেবার বিস্তার, এবং ম্যানুফ্যাকচারিংয়ে এ দেশে ১ হাজার কোটি টাকা লগ্নির ভাবনা রয়েছে তাদের।

ভারতে দু’দশকের বেশি সময় ধরে ব্যবসা করছে সিএনএইচ। ভারতের মতো কৃষিপ্রধান দেশে সংস্থাটির ব্যবসা অত্যন্ত লাভজনক। ইতিমধ্যেই সাড়ে ছয় হাজার কোটি টাকার টার্নওভারের মুখ দেখেছে ইউরোপের প্রতিষ্ঠানটি। এমনকি এ দেশে বিনিয়োগ তাদের ভারতীয় শাখা থেকেই করা হবে৷ সব ধরনের ট্রাক্টর রেঞ্জেই উপস্থিতির ছক কষা চলছে।

৪৫ থেকে ৪৯.৫ বিএইচপি সেগমেন্টে সংস্থার কাছে অত্যন্ত শক্তিশালী ট্রাক্টর মডেল রয়েছে। এবার ৩০ বিএইচপির নীচে ক্ষমতা এমন সেগমেন্টে প্রবেশ ঘটতে চলেছে তাদের  এছাড়াও, ভারতে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ১ লাখ ইউনিট করতে চায় কেস নিউ হল্যান্ড। যা এখন ৬৫ হাজার৷ অবশ্য ২০২৩-এর শেষে বার্ষিক ৭৫ হাজার ইউনিট ট্রাক্টর উৎপাদনে আগ্রহী সংস্থাটি। ভারতের বাজারে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি চলবে