অপেক্ষার অবসান, Oppo Reno 7 সিরিজ দুর্দান্ত ক্যামেরা সহ ২৫ নভেম্বর লঞ্চ হচ্ছে

গত মে মাসে প্রথম ঘোষণা এবং জুনের প্রথমে বাজারে এসেছিল Oppo Reno 6 সিরিজ৷ Reno সিরিজের পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেটগুলি নিয়ে ইতিমধ্যেই প্রচুর তথ্য সামনে এসেছে৷ যা স্মার্টফোনপ্রেমীদের হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট৷ Oppo Reno 6-এর আপগ্রেড ভার্সন Reno 7 সিরিজ কবে আত্মপ্রকাশ করবে, এই নিয়ে নানা জল্পনার মাঝেই সুখবরটি এল ওপ্পোর পক্ষ থেকে৷ সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবেই ঘোষণা করা হয়েছে যে, আগামী ২৫ নভেম্বর চীনে Oppo Reno 7 সিরিজ লঞ্চ করা হবে৷

Oppo Reno 7 সিরিজে কতগুলি ডিভাইস আসবে, তা এখনও জানানো হয়নি৷ তবে যেটুকু খবর, এই সিরিজে কোনও Pro+ নামাঙ্কিত ফোন থাকবে না৷ সেটি রিপ্লেস করা হবে Reno 7 SE মডেলের সঙ্গে৷ মোট তিনটি ফোন আসতে পারে Oppo Reno 7 সিরিজের অধীনে – Reno 7, Reno 7 Pro, ও Reno 7SE৷ আসুন ফোনগুলি সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

ওপ্পো রেনো ৭ স্পেসিফিকেশনস (প্রত্যাশিত)
(Oppo Reno 7 Rumored Specifications)

ওপ্পো রেনো ৭ স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ওলেড (OLED) ডিসপ্লে, ডাইমেনসিটি ১২০০ প্রসেসর, ৮ জিবি / ১২ জিবি LPDDR4x র‌্যাম, ১২৮ /২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ, ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে৷

এছাড়া ফটোগ্রাফির জন্য ওপ্পো রেনো ৭-এর সামনে থাকবে ৩২ মেগাপিক্সেল (সনি আইএমএক্স৬১৫) সেল্ফি ক্যামেরা ও ব্যাক প্যানেলে দেখা যাবে ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেল (সনি আইএমএক্স৭৬৬) + ১৬ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (সনি আইএমএক্স৪৮১) + ২ মেগাপিক্সেল (পোট্রেট) ট্রিপল ক্যামেরা সেটআপ।

ওপ্পো রেনো ৭ প্রো স্পেসিফিকেশনস (প্রত্যাশিত)
(Oppo Reno 7 Pro Rumored Specifications)

এটি রেনো ৭ সিরিজের সবচেয়ে হাই-এন্ড ভ্যারিয়েন্ট। রেনো ৭ প্রো ফোনে পাওয়া পাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি কার্ভড ওলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ৮ জিবি / ১২ জিবি LPDDR5 র‌্যাম, ২৫৬ জিবি /৫১২ জিবি UFS 3.1 স্টোরেজ, এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে, ওপ্পো রেনো ৭ প্রো ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল (সনি আইএমএক্স৬১৫) সেল্ফি ক্যামেরা এবং পিছনে ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেল (স্যামসাং জিএন৫) প্রাইমারী ক্যামেরা + ৬৪ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (ওমনিভিশন ওভি৬৪বি) + ১৩ মেগাপিক্সেল (স্যামসাং এস৫কে৩এম৫) টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে৷

ওপ্পো রেনো ৭ এসই স্পেসিফিকেশনস (প্রত্যাশিত)
(Oppo Reno 7 SE Rumored Specifications)

ওপ্পো রেনো ৭ এসই স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩ ইঞ্চি ই৩ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ডাইমেনসিটি ৯২০ প্রসেসর, ৮ জিবি / ১২ জিবি LPDDR4x র‌্যাম, ১২৮ /২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ, ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৪,৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

ওপ্পো রেনো ৭ এসই ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল (পোট্রেট) রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে৷