সাড়ে তিন লাখ ছাড়াল Honda-র বিক্রি, গত মাসে বাইক ও স্কুটারের বেচাকেনা 507% বৃদ্ধি

২০২২-২৩ অর্থবর্ষের শুরু থেকেই দু’চাকার বাজারে ঝড়ো ইনিংস খেলছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)। মার্চ ও  এপ্রিলের পর মে মাসেও সেই ধারা অব্যাহত। গত মাসে মাসে সংস্থাটির বাইক ও স্কুটার মিলিয়ে  ৩,৫৩,১৮৮ টি ইউনিট বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ, গত বছরের একই সময়ে সেই সংখ্যাটি ছিল মাত্র ৫৮,১৬৮। অর্থাৎ বিক্রিবাটা ৫০৭ শতাংশ বেড়েছে।

প্রসঙ্গত, গত বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে জারি হওয়া সরকারি বিধি নিষেধের কারণে মন্দা গিয়েছিল দেশের গাড়ি ব্যবসায়। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে থাকায় বছর ঘুরতেই উত্থান লক্ষ্য করা যাচ্ছে চাহিদায়। গত মাসে হোন্ডার পাশাপাশি বাজাজ, হিরো মোটোকর্প, টিভিএস, সুজুকির মতো সংস্থার বিক্রিবাটায় জোয়ার এসেছে।

২০২২-এর মে মাসে ৩,২০,৮৪৪টি বাইক ও স্কুটার ভারতে বিক্রি করেছে হোন্ডা। আর বাকি ৩২,৩৪৪ ইউনিট বিদেশে রপ্তানি করা হয়েছে। এই বছরের এপ্রিলের তুলনায় মে মাসে ২.১৭% বিক্রিতে পতন ঘটেছে৷ ওই সময় হোন্ডার ৩,৬১,০২৭টি টু-হুইলার বিক্রি হয়েছে‌।

এই প্রসঙ্গে ভারতে হোন্ডার ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্ট ও সিইও আতুশি ওগাটা (Atushi Ogata) বলেছেন, “বিভিন্ন অফিস এবং শিক্ষাক্ষেত্রগুলিতে শারীরিকভাবে উপস্থিতির হার বৃদ্ধি পাওয়ায় এবং গাড়ির পার্টসের সাপ্লাই চেইনের ঘাটতি মিটে যাওয়ায় গাড়ি বাজার ঘুরে দাঁড়াতে পেরেছে।” তবে তিনি যোগ করেন, এ বছরের বিক্রির পরিসংখ্যানের সাথে গত বছরের তুলনা করা অযৌক্তিক। তার কারণ লকডাউন ও দ্বিতীয় ঢেউয়ের অভিঘাতে ২০২১-এ বিক্রি থমকে গিয়েছিল।