ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি, লঞ্চের আগেই ফাঁস Xiaomi 14-এর সমস্ত ফিচার্স

শাওমি (Xiaomi) চলতি মাসের শেষের দিকে চীনে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ Xiaomi 14 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে জানা গেছে। Xiaomi 14 Pro-এর কম্পিউটার এডেড ডিজাইন (CAD)-ভিত্তিক রেন্ডার অনলাইন ফাঁস হয়েছে। আর এখন লঞ্চের আগে, স্ট্যান্ডার্ড Xiaomi 14-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনে সহ একটি পোস্টার প্রকাশিত হয়েছে। চলুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Xiaomi 14-এর পোস্টার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবো-তে ফাঁস হওয়া পোস্টারটি শাওমি ১৪-এর একটি বড় বর্গাকার ক্যামেরা মডিউলকে দেখিয়েছে, যার মধ্যে তিনটি লাইকা-ব্র্যান্ডেড সেন্সর উপস্থিত রয়েছে। এই সেটআপে ৫০ মেগাপিক্সেলের ওভি৫০এইচ প্রাইমারি লেন্স উপস্থিত রয়েছে, যা একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো ইউনিটের সাথে যুক্ত।

xiaomi-14-launch-imminent-leak

Xiaomi 14-এ ১.৫কে রেজোলিউশন সহ ৬.৪৪ ইঞ্চির সি৮ ওলেড ১২-বিট ডিসপ্লের সাথে আসতে চলেছে। স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,৮০০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং এইচডিআর১০+ সাপোর্ট অফার করবে। ডিভাইসটিতে ডুয়েল-স্টিরিও স্পিকার, আইপি৬৮ (IP68)-সার্টিফায়েড বডি এবং একটি আইআর (IR) ব্লাস্টার উপস্থিত থাকবে বলে জানা গেছে।

এছাড়াও জানা গেছে যে, Xiaomi 14 অঘোষিত Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে, যা এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এতে হিট ডিসিপেশন জন্য একটি বৃহৎ ভিসি লিকুইড কুলিং সিস্টেমও থাকবে বলে জানা গেছে। আসন্ন স্মার্টফোনটি ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে জানা গেছে। এখনও পর্যন্ত, Xiaomi 14 সম্পর্কে এগুলিই জানা গেছে। আশা করা যায়, শাওমি শীঘ্রই ফ্ল্যাগশিপ সিরিজটির লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।