100W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসছে Realme GT Neo 5 SE, খুব শীঘ্রই লঞ্চ

গত মাসে চীনে Realme GT Neo 5 লঞ্চ করার পর, রিয়েলমি এবার GT Neo ব্র্যান্ডিংয়ের অধীনে GT Neo 5 SE নামক আরেকটি নতুন মডেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যার স্পেসিফিকেশনগুলি ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে এবং এটিকে সম্প্রতি 3C সাইটেও দেখা গিয়েছে। আর এখন, Realme GT Neo 5 SE চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন ডেটাবেসেও উপস্থিত হয়েছে, যা ফোনটির শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিচ্ছে।

Realme GT Neo 5 SE পেল TENAA-এর অনুমোদন

টিপস্টার মুকুল শর্মা, রিয়েলমি জিটি নিও ৫ এসই-কে RMX3700 মডেল নম্বর সহ চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে স্পট করেছেন। এই তালিকাটি ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ না করলেও, এটি অবশ্যই ইঙ্গিত করে যে রিয়েলমি খুব শীঘ্রই তাদের এই নতুন হ্যান্ডসেটটি চীনা বাজারে উন্মোচন করতে পারে। এদিকে, ইতিমধ্যেই একাধিক লিক জিটি নিও ৫ এসই-এর মূল বৈশিষ্ট্যগুলি প্রকাশ্যে এনেছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Realme GT Neo 5 SE-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি নিও ৫ এসই মডেলটি গত মাসে লঞ্চ হওয়া জিটি নিও ৫-এর সস্তা ভ্যারিয়েন্ট হবে বলে আশা করা হচ্ছে। জিটি নিও ৫-এর রিয়ার প্যানেলে অবস্থিত চমকপ্রদ সি-আকৃতির আরজিবি লাইটিং ইউনিটটি নতুন এসই মডেলে থাকবে না। তবে, এটি ২,৭২২ x ১,২৪০ পিক্সেলের রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ বড় ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) স্ক্রিন অফার করবে বলে অনুমান করা হচ্ছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, রিয়েলমি জিটি নিও ৫ এসই খুব সম্ভবত অঘোষিত স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। এছাড়া, ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করতে পারে।ফটোগ্রাফির জন্য, GT Neo 5 SE-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের মধ্যে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অবস্থান করবে।

এছাড়া, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকতে পারে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT Neo 5 SE সম্ভবত শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।