রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ ছাড়াও করবে হার্ট রেট মনিটারিং, ১৪ এপ্রিল ভারতে আসছে Amazfit Bip U Pro স্মার্টওয়াচ

Amazfit দিন কয়েক আগেই তাদের Bip সিরিজের নতুন বাজেট স্মার্টওয়াচ Amazfit Bip U Pro এর সমস্ত স্পেসিফিকেশন ও দামের বিষয়ে জানিয়েছিল। স্মার্টওয়াচটি ভারতে কবে পা রাখবে, তা গতকাল সংস্থার পক্ষ থেকে অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়েছে। অ্যামাজফিট, Bip U Pro স্মার্টওয়াচটি আগামী ১৪ এপ্রিল ভারতে লঞ্চ করবে বলে জানিয়েছে। এই উইয়ারেবল ডিভাইসটির বিশেষ ফিচারের কথা বললে, এতে পাবেন জিপিএস, হ্যান্ডস-ফ্রী ইউজার এক্সপেরিয়েন্সের জন্য অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিট্যান্ট। এছাড়াও, সাধ্যের মধ্যে আসা এই  স্মার্টওয়াচ ২৪ ঘন্টা হার্ট রেট মনিটর করতে পারবে। আবার রক্তে অক্সিজেনের ঘনত্ব বা মাত্রা মাপার জন্য এতে রয়েছে Spo2 সেন্সর।

Amazfit Bip U Pro স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

অ্যামাজফিট বিপ ইউ প্রো স্মার্টওয়াচের দাম ভারতে ৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। অ্যামাজন ও অ্যামাজফিট.কম থেকে এটি কেনা যাবে। দুটি ওয়েবসাইটেই নতুন স্মার্টওয়াচটির প্রোডাক্ট পেজের নীচে এখন “Notify Me” অপশন দেওয়া হয়েছে। অ্যামাজফিট বিপ ইউ প্রো স্মার্টওয়াচটি – ব্ল্যাক, পিঙ্ক, এবং গ্রীন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Amazfit Bip U Pro স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

অ্যামাজফিট বিপ ইউ প্রো স্মার্টওয়াচ ১.৪৩ ইঞ্চি এইচডি টিএফটি-এলসিডি ডিসপ্লে সহ এসেছে৷। ডিসপ্লটি 2.5D কর্নিং গরিলা গ্লাসের আবরণ দ্বারা সুরক্ষিত। এছাড়াও, এতে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং দেওয়া হয়েছে। ডিসপ্লে কাস্টোমাইজ করার জন্য ব্যবহারকারী পাবেন ৫০টি ওয়াচ ফেস। পাশাপাশি নিজের ছবিকেও ওয়াচ ফেস হিসেবে সেট করার সুবিধা রয়েছে।

Amazfit Bip U Pro স্মার্টওয়াটে ৬০ এর বেশি স্পোর্টস মোড উপলব্ধ। আবার 5ATM ওয়াটার রেজিট্যান্স রেটিং থাকার দরুণ সাঁতার কাটার সময়ও হাতে স্মার্টওয়াচটি দিব্যি পরে নেওয়া যাবে। এর PPG বায়ো-ট্র্যাকিং অপটিক্যাল সেন্সর ব্যবহারকারীর হার্ট রেট মনিটর করতে পারবে। রক্তে অক্সিজেন স্যাচুরেশন দেখার জন্য স্মার্টওয়াচে Spo2 সেন্সর আছে। এছাড়াও, স্মার্টওয়াচটি মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং, স্লিপ কোয়ালিটি ও স্ট্রেস মনিটরিং করবে।

অ্যামাজফিট বিপ ইউ প্রো স্মার্টওয়াচের অন্যতম আকর্ষণ হল বিল্ট-ইন অ্যামাজন অ্যালেক্সা। অ্যালেক্সার মাধ্যমে শুধুমাত্র ভয়েস কমান্ড দিয়েই মিউজিক কন্ট্রোল, এলার্ম সেট করা, ওয়েদার আপডেট, স্পোর্টস আপডেট, ট্র্যাফিক আপডেট সহ অন্যান্য রিয়েল-টাইম ইনফরমেশন অ্যাক্সেস করা যাবে। সিঙ্গেল চার্জে এই স্মার্টওয়াচ নয় দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে বলে সংস্থার দাবি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন