সস্তায় রোজ ২ জিবি ডেটা, Airtel, Jio ও Vi এর সেরা প্ল্যানগুলি দেখে নিন

বর্তমান সময়ে টেলিকম সংস্থাগুলি প্রায় প্রতিমাসেই কোনো না কোনো আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়ে যাচ্ছে তার গ্রাহকদের কাছে। মার্কেটে বেড়ে চলা প্রতিযোগিতায় নিজেদের জায়গা পাকা করতেই অপারেটররা যে এই লোভনীয় প্ল্যানগুলি চালু করছে তা বলার অপেক্ষা রাখেনা। এই সব প্ল্যানে আনলিমিটেড কল, ডেটা, এসএমএস এর সুবিধা যেমন আছে, তেমনি বিভিন্ন OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে। কোম্পানিগুলি মূলত ভ্যালিডিটি ও ডেটা-র ভিত্তিতে এই প্ল্যানগুলি নিয়ে আসছে। আজ আমরা এই প্রতিবেদনে এয়ারটেল (Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভোডাফোন আইডিয়া (Vi )-র দৈনিক ২ জিবি ডেটা প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেবো।

Airtel বনাম Jio বনাম Vi এর দৈনিক ২ জিবি ডেটা-র প্রিপেড প্ল্যান

এয়ারটেল ২৯৮ টাকার প্রিপেড প্ল্যান

এয়ারটেলের ২৯৮ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানটিতে ব্যবহারকারীরা পেয়ে যাচ্ছেন, সীমাহীন ভয়েস কলিং সহ প্রত্যহ ১০০টি এসএমএস ও রোজ ২ জিবির ইন্টারনেট ডেটা। এই প্ল্যানটির অতিরিক্ত সুবিধাগুলির মধ্যে রয়েছে এয়ারটেল এক্সস্ট্রিম (XStream) এবং উইঙ্ক (Wynk) মিউজিক অ্যাপের সাবস্ক্রিপশন সহ ফাস্ট্যাগ (Fastag) -এ ১৫০ টাকার ক্যাশব্যাক। তদুপরি, এই প্ল্যানটি ‘ভারতী আক্সা’ জীবন বীমা ব্যবহার করার সুযোগ দিচ্ছে আপনাকে। এছাড়া আপনি যদি ‘এয়ারটেল থ্যাঙ্কস’ অ্যাপ ব্যবহার রিচার্জ করেন, তবে আপনি পেয়ে যাবেন ৫০ টাকা ছাড় ও ২ জিবি অব্দি অতিরিক্ত ডেটা।

এয়ারটেল ৪৪৮ টাকার প্রিপেড প্ল্যান

এয়ারটেলের ৪৪৮ টাকার প্রিপেড প্ল্যানেও ২৯৮ টাকার অনুরূপ বেনিফিট পাওয়া যাবে। তবে এই প্ল্যানের বৈধতা ৫৬ দিন।

এয়ারটেল ৬৯৮ টাকার প্রিপেড প্ল্যান

এখানে এয়ারটেলের অন্য দুটি প্ল্যানের মতোই আনলিমিটেড ভয়েস কলিং সহ প্রত্যহ ১০০টি এসএমএস ও দৈনিক ২ জিবি ডেটা পাওয়া যাবে। তবে এক্ষেত্রে যে গ্রাহকেরা ‘এয়ারটেল থ্যাঙ্কস’ অ্যাপ ব্যবহার করে ৬৯৮ টাকার বেশি রিচার্জ করবেন, তারা এয়ারটেলের তরফ থেকে পেয়ে যাবেন ৬টি ১জিবির ডেটা কুপন। মানে আপনার প্ল্যানে থাকা দৈনিক ২ জিবি ডেটার সাথে অতিরিক্ত আরো ৬ জিবি ডেটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে।

জিও ২৪৯ টাকার প্রিপেড প্ল্যান

এই প্ল্যানটিতে দৈনিক ২ জিবি ডেটার হিসাবে আপনি ২৮ দিনে পেয়ে যাচ্ছেন মোট ৫৬ জিবি ডেটা। এছাড়াও এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলিং করা যাবে। আবার প্রতিদিন ১০০টি এসএমএস ও জিও অ্যাপের সাবস্ক্রিপশন মিলবে।

জিও ৪৪৪ টাকার প্রিপেড প্ল্যান

জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। উপরে উল্লেখিত জিও প্ল্যান-এর মতো এখানেও আপনি পেয়ে যাচ্ছেন প্রতিদিন ১০০টি ফ্রী এসএমএস, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল ও দৈনিক ২ জিবি ডেটা।

জিও ৫৯৯ টাকার প্রিপেড প্ল্যান

জিও-র ৫৯৯ টাকার প্রিপেড প্ল্যানটির বৈধতা ৮৪ দিন। এখানেও গ্রাহক ২৪৯ টাকা ও ৪৪৪ টাকার প্ল্যানে প্রাপ্ত যেকোনো নেটওয়ার্কে সীমাহীন কলিং, ১০০টি এসএমএস, রোজ ২ জিবি দ্রুত গতি সম্পন্ন ডেটা সহ সব সুবিধে পাবেন।

ভোডাফোন আইডিয়া ২৯৯ টাকার প্রিপেড প্ল্যান

এটি একটি ডাবল ডেটা প্রিপেড প্ল্যান, যা উইকএন্ড ডেটা রোলওভার সুবিধার সাথে এসেছে। এর অর্থ হল এই প্ল্যানটিতে সপ্তাহান্তে অবশিষ্ট ডেটার ব্যবহার ছাড়াও, ২৮ দিনের জন্য ২+২ অর্থাৎ ৪ জিবি দৈনিক ডেটা পাওয়া যায়। সাথে মিলবে রোজ ১০০ এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও গ্রাহকরা তাদের MPL-এ খেলার জন্য উপরিলাভ হিসাবে নগদ ১২৫ টাকা ও প্রতিবার Zomato-তে খাবার অর্ডারের ওপর নিশ্চিতরূপে পেয়ে যাবেন ৭৫ টাকার ছাড়। অন্যদিকে বিনামূল্যে ভিআই মুভিজ এবং টিভির অ্যাক্সেসও পেয়ে যাচ্ছেন গ্রাহকরা।

ভোডাফোন আইডিয়া ৪৪৯ টাকার প্রিপেড প্ল্যান

আপনি যদি ঠিক উপরে উল্লেখিত একই প্রিপেড প্ল্যান দীর্ঘসময়ের জন্য অর্থাৎ ২৮ দিনের পরিবর্তে ৫৬ দিনের জন্য ব্যবহারে ইচ্ছুক হন, তবে সেটিও আপনি পেয়ে যেতে পারেন ৪৪৯ টাকার প্ল্যানটি রিচার্জ করে।

ভোডাফোন আইডিয়া ৬৯৯ টাকার প্রিপেড প্ল্যান :

Vi এর ৬৯৯ টাকার প্ল্যানটিও পূর্ববর্তী প্ল্যান গুলোর মতোই দ্বিগুন লাভজনক। ৮৪ দিনের জন্য এখানেও প্রতিদিন ৪ জিবি ডেটা পাওয়া যাবে। সাথে উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড কল, দৈনিক ১০০ এসএমএস এর সুবিধাও মিলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন