বাজার কাঁপিয়ে দিল Ola, নজির গড়ে মার্চে 53000 ইলেকট্রিক স্কুটার বিক্রি কোম্পানির

ভারতে ইলেকট্রিক টু-হুইলারের ব্যবসায় প্রথম তিন সংস্থার মধ্যে একটি হচ্ছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। প্রতি মাসেই ইলেকট্রিক স্কুটারের বিক্রির নিরিখে নিত্যনতুন রেকর্ড গড়ে তারা। মার্চেও সেই প্রথার নড়চড় হয়নি। এপ্রিলের শুরুতে বাহন (VAHAN) পোর্টালের প্রকাশিত পরিসংখ্যান বলছে, আগের মাসে ওলার 53,000 ইউনিট ই-স্কুটার রেজিস্টার হয়েছে। যা এখনও পর্যন্ত তাদের তথা ভারতে ব্যবসাকারী যে কোনও ইভি টু-হুইলার ব্র্যান্ডের ক্ষেত্রে সর্বাধিক।

মার্চে Ola Electric-এর 53 হাজারের বেশি ই-স্কুটার নথিভুক্ত হল

মার্চের সাথেই শেষ হয়েছে 2023-24 অর্থবর্ষ। জানা গেছে গোটা এক বছরে ওলা মোট 3,28,785টি নতুন পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটারের চাবি গ্রাহকদের তুলে দিতে পেরেছে। তুলনাস্বরূপ 2022-23 এ সংস্থার বিক্রির পরিমাণ ছিল 1,52,741 ইউনিট। ফলে সদ্য শেষ হওয়া অর্থবর্ষে বিক্রি বৃদ্ধির হার 115%।

আবার জানুয়ারি, 2024 থেকে মার্চ, 2024-এ মোট 1,19,310টি বৈদ্যুতিক স্কুটার বিক্রি হয়েছে। এক বছর আগে একই সময়ে সংখ্যাটি ছিল 84,133 ইউনিট। ফলে চাহিদা 42% বেড়েছে। এই প্রসঙ্গে ওলা ইলেকট্রিক টেকনোলজিস-এর মুখ্য মার্কেটিং আধিকারিক অনশুল খান্ডেলওয়াল বলেন, “মার্চে বিক্রি 53,000 পার হওয়ায় আমাদের জন্য 2023-24 এর চেয়ে ভালো বছর আর হয় না। গত বছর ইভি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ছিল। গোটা আর্থিক বছরেই আমরা বিক্রিবাটার দিক থেকে বাজারে নেতৃত্ব প্রদান করেছি।”

প্রসঙ্গত, বর্তমানে তিনটি ভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার বিক্রি করে ওলা – S1 X, S1 Air ও S1 Pro। এর মধ্যে নানান শ্রেণীর ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে ই-স্কুটারে হরেক ট্রিমের অপশন এনেছে সংস্থা। অফার ধরে তাদের ব্যাটারি চালিত স্কুটারের দাম শুরু হচ্ছে 79,999 টাকা থেকে। এবং সবচেয়ে দামি S1 Pro কিনতে খরচ পড়ে 1.3 লাখ টাকা। এতে রয়েছে 4 কিলোওয়াট আওয়ার ব্যাটারি।

ফুল চার্জে Ola S1 Pro সর্বোচ্চ 185 কিলোমিটার রেঞ্জ এবং প্রতি ঘন্টায় 120 কিলোমিটার টপ স্পিড দেয়। সম্প্রতি ওলা তাদের ইলেকট্রিক স্কুটারে 8 বছর অথবা 80,000 কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করছে। এই কারণেই আরও বেশি সংখ্যক ক্রেতা তাদের ই-স্কুটার কিনতে আকৃষ্ট হয়েছেন বলে ধারণা বিশেষজ্ঞদের।