TCL 305 বাজেট রেঞ্জে 5000mAh ব্যাটারি ও 64GB মেমোরির সাথে লঞ্চ হল, দাম জানুন

চলতি মাসের শুরুতে বিশ্ববাজারে লঞ্চ হয়েছিল TCL -এর একগুচ্ছ নতুন প্রোডাক্ট। তার মধ্যে ছিল ছটি ট্যাবলেট এবং তিনটি স্মার্টফোন। এই স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে TCL 30 V 5G, 20 Pro 5G এবং TCL 20B। এবার সংস্থাটি ইউরোপীয় বাজারে নিয়ে আসলো তাদের আরেকটি নতুন হ্যান্ডসেট, যার নাম TCL 305। এতে ব্যবহৃত হয়েছে হেলিও এ২২ চিপসেট। সাথে ফোটোগ্রাফির জন্য একাধিক মোড উপলব্ধ। এছাড়া নয়া স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪১ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। চলুন দেখে নেওয়া যাক TCL 305 স্মার্টফোনের দাম, ও সমস্ত স্পেসিফিকেশন।

টিসিএল ৩০৫ স্মার্টফোনের দাম ও লভ্যতা (TCL 305 Price and Availability)

ইউরোপীয় বাজারে টিসিএল ৩০৫ স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২০৫ ইউরো (প্রায় ১৭,০০০ টাকা)। এই মূল্য ফোনটির ২ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। স্পেস গ্রে এবং আটলান্টিক ব্লু এই দুটি কালার অপশনে কিনতে পাওয়া যাবে ফোনটি।

TCL 305 স্মার্টফোনের স্পেসিফিকেশন

টিসিএল ৩০৫ ফোনটি ৬.৫২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা এইচডি প্লাস রেজিলিউশন অফার করবে এবং এর পিক্সেল ডেন্সিটি ২৬৯ পিপিআই। পাশাপাশি ডিসপ্লেটির অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং এটি ৪৫০ নিট উজ্জ্বলতা দেবে। সংস্থার দাবি, স্মার্টফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৮৯.১১ শতাংশ। টিসিএল ৩০৫ ফোনটি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আবার TCL 305 ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আগেই বলা হয়েছে, নতুন স্মার্টফোনটিতে রয়েছে একাধিক ফটোগ্রাফি মোড। যার মধ্যে আছে বোকে,প্যানারোমা, এইচডিআর ইত্যাদি। সাথে রিয়ার ক্যামেরা ৩০ এফপিএস-এ ১০৮০ পিক্সেলের ভিডিও ক্যাপচার করতে সক্ষম। সিকিউরিটির জন্য এতে উপস্থিত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার।

এবার আসা যাক স্মার্টফোনটির প্রসেসর প্রসঙ্গে। TCL 305 ফোনে ব্যবহার করা হয়েছে PowerVR GE8300 জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট। সাথে রয়েছে ২ জিবি এলপি ডিডিআরএক্স র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ। আবার স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য স্মার্টফোনে পাওয়া যাবে মাইক্রো এসডি কার্ড স্লট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪১ ঘণ্টা পর্যন্ত পাওয়ার লাইফ অফার করতে সক্ষম।

TCL 305 স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনে শামিল আছে ডুয়াল ৪জি ভোল্ট, ওয়াইফাই৮০২।১১ বি/জি/এন, ব্লুটুথ ,একটি ইউএসবি সি পোর্ট এবং একটি ৩.৫ এমএম অডিও জ্যাক।