Poco M3 Pro TKDN: 5G ও 4G সাপোর্টের সাথে শীঘ্রই আসছে এই দুর্দান্ত স্মার্টফোন

Poco M3 Pro কে ঘিরে গত কয়েক দিন ধরে স্মার্টফোন প্রেমীদের মধ্যে চর্চার শেষ নেই। Redmi Note 10 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে চর্চিত এই ফোনটি ইতিমধ্যেই ভারতের BIS ও আমেরিকার FCC সার্টিফিকেশন লাভ করেছে। এবার পোকো এম ৩ প্রো কে ইন্দোনেশিয়ার TKDN সার্টিফিকেশন সাইটে দেখা গেল। যদিও BIS ও FCC সাইটে Poco M3 Pro, 5G সাপোর্টের সাথে অন্তর্ভুক্ত হলেও, TKDN সাইটে ফোনটি 4G LTE ভার্সন সহ লিস্টিং হয়েছে।

টিপস্টার, মুকুল শর্মা পোকো এম ৩ প্রো কে TKDN সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছেন। এখানে ফোনটি অন্যান্য সার্টিফিকেশন সাইটের মত M2103K19G মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত আছে। এখান থেকে কেবল জানা গেছে ফোনটি 4G LTE ভার্সন সহ আসবে। সেক্ষেত্রে Poco M3 Pro ফোনটি 5G ও 4G কানেক্টিভিটি সাথে বাজারে পা রাখতে পারে।

Poco M3 Pro 5G এর স্পেসিফিকেশন ( সম্ভাব্য)

৪জি ভার্সন সম্পর্কে কিছু জানা না গেলেও, যেহেতু পোকো এম ৩ প্রো এর ৫জি ভার্সন রেডমি নোট ১০ ৫জি রিব্র্যান্ডেড হবে, তাই এতে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর সহ আসতে পারে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হতে পারে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকতে পারে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন