BSNL এর দুর্দান্ত অফার, নতুন সিম বা পোর্ট একদম বিনামূল্যে

গ্রাহককূলকে সন্তুষ্ট রাখতে এবং সর্বোপরি অন্যান্য বেসরকারি ও জনপ্রিয় টেলিকম সংস্থাগুলি থেকে গ্রাহকদের নিজেদের দলে টানতে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গতকাল, ১ জুলাই, ২০২১ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত নতুন এবং MNP Port In গ্রাহকদের বিনামূল্যে 4G SIM কার্ড দেওয়ার কথা ঘোষণা করল। অফারটি প্রথম এই বছরের এপ্রিলে চালু করা হয়েছিল এবং জুনে এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন সংস্থাটি এটির মেয়াদ বাড়ালো। তবে এখনও পর্যন্ত অফারটি কেরালা সার্কেলে পাওয়া গেলেও আগামী দিনে অন্যান্য টেলিকম সার্কেলগুলিতেও উপলব্ধ হবে।

BSNL সিম কার্ড বিনামূল্যে

বিএসএনএল-এর ৪জি সিম কার্ডের দাম ২০ টাকা যা নতুন ইউজার এবং MNP Port In কাস্টমারদের জন্য মকুব করা হবে। সংস্থার তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, “ইউজার বেস বাড়ানো, রেভিনিউ বাড়ানো এবং মাসিক SIM বিক্রির টার্গেট পূরণ করার জন্যই ১ জুলাই, ২০২১ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত সমস্ত নতুন কানেকশন/MNP-র জন্য বিনামূল্যে বিএসএনএল-এর 4জি SIM দেওয়া হচ্ছে গ্রাহকদের। এই অফারটি ১০০ টাকার বেশি FRC (ফার্স্ট রিচার্জ কুপন) প্রিপেড প্ল্যানের ক্ষেত্রে প্রযোজ্য।” বিএসএনএল-এর ফ্রি ৪জি সিম অফারটি বিএসএনএল কাস্টমার সার্ভিস সেন্টার (BSNL CSC) এবং রিটেইল আউটলেট থেকে পাওয়া যাবে।

এর পাশাপাশি জানিয়ে রাখি, BSNL ২৪৯ টাকার প্রিপেড প্ল্যানের মতো সম্প্রতি বেশ কয়েকটি প্রিপেড প্ল্যান লঞ্চ ও পুনরায় চালু করেছে, যার মধ্যে রয়েছে রেগুলার ও প্রোমোশনাল বেসিসে যথাক্রমে ২৯৮ টাকার ও ৩৯৮ টাকার প্রিপেড প্ল্যান। যেহেতু বিনামূল্যে ৪ জি সিম পেতে গেলে ইউজারদের প্রথমবারের জন্য একটি ১০০ টাকার বেশি ফার্স্ট রিচার্জ কুপন বেছে নিতে হবে, তাই তারা অনায়াসে ২৪৯ টাকা এবং ২৯৮ টাকার প্রিপেড প্ল্যান বেছে নিতে পারেন। আনলিমিটেড কলিং ও ডেটা সুবিধা সহ এই প্ল্যানগুলিকে রেগুলারাইজ করা হয়েছে।

যাইহোক, নতুন প্ল্যান ব্যবহারের সুবিধা সহ গ্রাহকদের ফ্রি-তে সিম উপহার দেওয়ার এই আকর্ষণীয় অফার যেমন গ্রাহকদের প্রলুব্ধ করবে, তেমনই আবার BSNL 4G SIM-এর বিক্রিও যে বাড়বে, তা আর নতুন করে বলার প্রয়োজন নেই!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন