Redmi Smartphones: ৫ হাজার টাকা ছাড়ে রেডমি নোট ৯ প্রো ম্যাক্স, রয়েছে আরও অনেক বাম্পার অফার

বিশ্বের সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম একটি যে Redmi, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনি যদি Xiaomi-র এই সাব-ব্র্যান্ডটির স্মার্টফোনগুলির প্রতি বিশেষভাবে আসক্ত হন, এবং হালফিলে সংস্থাটির কোনো দুর্দান্ত হ্যান্ডসেট বাম্পার ডিসকাউন্টে কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। আসলে বর্তমানে চলমান Redmi-র Clearance Sale-এর সৌজন্যে কোম্পানির সেরা স্মার্টফোনগুলি অত্যন্ত সস্তায় কেনার সুযোগ পাবেন ক্রেতারা। ফলে ইদানীংকালে যারা বাজেট রেঞ্জে একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা একটি দুর্দান্ত Redmi স্মার্টফোন কেনার প্ল্যান করছেন, তারা অবশ্যই সংস্থার এই Clearance Sale-টির ফায়দা ওঠাতে পারেন।

তবে এক্ষেত্রে বলে রাখি, এই সেল চলাকালীন বিক্রি হওয়া স্মার্টফোনগুলিতে কোনো ওয়্যারেন্টি পাওয়া যাবে না। তদুপরি, Redmi Note 10 সিরিজ ব্যতীত কোনো হ্যান্ডসেটেই বিক্রয়োত্তর পরিষেবা পেতে সক্ষম হবেন না ক্রেতারা। এই প্রতিবেদনে আমরা চলতি রেডমির ক্লিয়ারেন্স সেলে উপলব্ধ বেশ কয়েকটি দুর্দান্ত স্মার্টফোনের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলি ২০,০০০ টাকারও কম খরচে কেনা যাবে।

Redmi-র Clearance Sale-এ দুর্দান্ত ছাড়ে কিনে নিন এই সকল স্মার্টফোন:

  • Redmi Note 9 Pro Max-এর ৬ জিবি + ৬৪ জিবি মডেলটির আসল দাম ১৬,৯৯৯ টাকা, তবে চলতি সেলে ডিভাইসটি ১৩,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার এই হ্যান্ডসেটটির ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল দাম ১৯,৯৯৯ টাকা, তবে এই মুহূর্তে ফোনটি ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে।
  • Redmi Note 9 Pro-এর ৪ জিবি + ১২৮ জিবি মডেলটি ১৫,৯৯৯ টাকার পরিবর্তে ১১,৯৯৯ টাকায় খরিদ করা যাবে। আবার, ১৩,৯৯৯ টাকা মূল্যের ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটিকে পকেটস্থ করলে চাইলে খরচ পড়বে ১০,৯৯৯ টাকা।
  • Redmi Note 9 (৬ জিবি + ১২৮ জিবি) ফোনটি ১৪,৯৯৯ টাকার পরিবর্তে ১২,৪৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
  • ৭,৪৯৯ টাকা মূল্যের Redmi 8A Dual ফোনের ২ জিবি + ৩২ জিবি মডেলটি ৫,৪৯৯ টাকায় খরিদ করা যাবে। আর সেল চলাকালীন ৮,২৯৯ টাকা দামের ৩ জিবি + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে হলে ক্রেতাদের ৭,২৯৯ টাকা খসাতে হবে।
  • Redmi 5-এর ২ জিবি + ১৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি চলতি সেলে ৭,৪৯৯ টাকার পরিবর্তে ৪,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার, ১০,৯৯৯ টাকা দামের ৪ জিবি + ৬৪ জিবি মডেলটি কিনতে হলে খরচ পড়বে ৭,৯৯৯ টাকা।
  • Redmi Note 8 Pro-এর ৬ জিবি + ১২৮ জিবি মডেলটি ১৬,৯৯৯ টাকার পরিবর্তে ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার, রেডমির ক্লিয়ারেন্স সেলে ফোনটির ৬ জিবি + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটিকে ১৫,৯৯৯ টাকার বদলে ১২,৯৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন ক্রেতারা।
  • Redmi K20 Pro (৮ জিবি + ২৫৬ জিবি) ফোনটি ১৭,৯৯৯ টাকায় কেনা যাবে।
  • Redmi 9 (৪ জিবি + ৬৪ জিবি) হ্যান্ডসেটটি ৯,৪৯৯ টাকার পরিবর্তে ৭,৪৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
  • Redmi Y1 (৪ জিবি + ৬৪ জিবি)-এর আসল দাম ১০,৯৯৯ টাকা, তবে সেল চলাকালীন এটি ৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
  • Redmi 9 Power (৪ জিবি + ১২৮ জিবি) স্মার্টফোনটি রেডমির ক্লিয়ারেন্স সেলে ৯,৯৯৯ টাকায় কেনা যাবে।