MI vs CSK: মন ভাঙবে ভক্তদের, ১৬ বছরের আইপিএল ইতিহাসে প্রথমবার মুম্বাই-চেন্নাই ম্যাচে‌ দেখা যাবেনা এই‌ দৃশ্য

আইপিএল ২০২৪ (IPL 2024) এখন আলাদা মাত্রায়। আজ দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings)। এই ম্যাচ নিয়ে উত্তেজনা বেশি থাকায় আইপিএলের মঞ্চের ’এল ক্লাসিকো’ বলা হয় এই দুই দলের ম্যাচকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু এবারে উত্তেজনা আর আগের মতো নেই। কারণ টসের সময় আর আসতে দেখা যাবে না দুই সফল ফ্র‍্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়ককে। ২০২৩ সালে এটি শেষবারের মতো দেখা গেছে আইপিএলের মঞ্চে। এবার ভক্তরা খুব মিস করবে দুই সফল ফ্র‍্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়ককে একসাথে।

গ্রাউন্ডে রোহিত শর্মা (Rohit Sharma) এবং মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) দুজনই উপস্থিত থাকলেও, সেটা থাকবেন খেলোয়াড় হিসাবে। ভারতীয় ক্রিকেটের দুই সেরা অধিনায়ককে আইপিএল ২০২৪ এ মিস করছেন ভক্তরা। একজন বিশ্বকাপ ছুঁয়ে দেখেছেন, আর একজন বিশ্বকাপের খুব কাছ থেকে ফিরেছেন। কিন্তু আইপিএলে দুই দলই চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার করে। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার ঘটতে চলেছে এমন বিষয়টি। যদিও সময়ের সাথে সাথে সবকিছুরই বদল হয়, তবে এত তাড়াতাড়ি এমনটা হবে, কেউ ভাবতেই পারেনি।

মহেন্দ্র সিং ধোনির বয়স ৪৩ এর কাছাকাছি আসায় তিনি শুধুমাত্র ভক্তদের কথা ভেবে খেলছেন, তাই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছেন চেন্নাই দলের ওপেনার রুতুরাজ গায়কওয়াডের কাঁধে। তবে খাতায় কলমে ধোনি অধিনায়ক না থাকলেও, কিন্তু অধিনায়কত্বের কিছু বাকি রাখেন না তিনি। তবে রোহিতের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে অন্যরকম। তিনি এখনো ৩ বছর অধিনায়কত্ব চালিয়ে যেতে পারতেন। অন্তত তিনি যতদিন ভারতীয় দলের অধিনায়ক হিসাবে রয়েছেন, ততদিন তাকে অধিনায়ক পদে রাখতে হত।

২০২৩ বিশ্বকাপ হারের পর আইপিএল ২০২৪ নিলামের সময় হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স থেকে ট্রেড করে মুম্বাই ইন্ডিয়ান্স। তারপরেই রোহিতের থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে তুলে দেওয়া হয় হার্দিকের হাতে। তারপর থেকেই বিপত্তির শুরু। বর্তমানে এও শোনা যাচ্ছে যে, আগামী আইপিএল মেগানিলামের আগে মুম্বাই দল ছাড়তে পারেন রোহিত শর্মা। উল্লেখ্য, আইপিএলে ট্রফিই যদি সাফল্যের মাপকাঠি হয়, তাহলে দুইজনেই সমান জায়গায়।