৫ হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল Samsung Galaxy A01 Core, জানুন ফিচার

একদিকে ওয়ানপ্লাস যখন ধুমধামের সাথে তাদের নতুন ফোন OnePlus Nord আজ লঞ্চ করলো, ঠিক তার বিপরীতভাবে স্যামসাং বাজারে আনলো এন্ট্রি লেভেল স্মার্টফোন Galaxy A01 Core। দক্ষিণ কোরিয়ান কোম্পানি আজ এই ফোনকে ইন্দোনেশিয়ায় লঞ্চ করেছে। স্যামসাং গ্যালাক্সি এ০১ কোর অ্যান্ড্রয়েড গো প্ল্যাটফর্মে এসেছে। এই ফোনটি গতবছরে লঞ্চ করা গ্যালাক্সি এ০১ এর আপগ্রেড ভার্সন। Samsung Galaxy A01 Core এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে পাবেন ৩,০০০ এমএএইচ ব্যাটারি, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও কোয়াড কোর প্রসেসর।

Samsung Galaxy A01 Core দাম:

স্যামসাং গ্যালাক্সি এ০১ কোর দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এর ১ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজের দাম প্রায় ৫,৪৯০ টাকা। যদিও ১ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ৬,৩০০ টাকা। আশা করা যায় ফোনটি শীঘ্রই ভারতে আসবে। ফোনটি কালো, নীল ও লাল রঙে পাওয়া যাবে।

Samsung Galaxy A01 Core স্পেসিফিকেশন:

অ্যান্ড্রয়েড গো প্ল্যাটফর্মে (অ্যান্ড্রয়েড ১০) আসা এই ফোনে এইচডি প্লাস টিএফটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লের সাইজ ৫.৩ ইঞ্চি। এর আসপেক্ট রেশিও ১৮.৫:৯ এবং রেজুলেশন ৭২০x১৪৮০ পিক্সেল। ফোনটি প্ল্যাস্টিক বডির সাথে এসেছে। এই ফোনে ১.৫ ক্লক স্পিড যুক্ত মিডিয়াটেক MT6739 প্রসেসর দেওয়া হয়েছে। গ্যালাক্সি এ০১ কোর ফোনে পাবেন ১ জিবি র‌্যাম এবং ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে আছে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। পিছনের ক্যামেরার অ্যাপারচার এফ/২.২ এবং সামনের ক্যামেরার অ্যাপারচার এফ/২.৪। এতে পাবেন হাইব্রিড সিম স্লট। ফোনটি ৩,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। চার্জের জন্য পাবেন মাইক্রো ইউএসবি পোর্ট।