মধ্যবিত্তের জন্য একঝাঁক 4G-5G ফোন তৈরি করছে Samsung, ফিচার্স কেমন হবে দেখুন

স্যামসাং তাদের Galaxy A সিরিজের একগুচ্ছ নতুন ফোন বাজারে আনতে চলেছে। ফোনগুলির সম্বন্ধে নানা তথ্য অনলাইনে ফাঁসও হয়েছে। অফিসিয়াল লঞ্চের আগে এখন, Samsung Galaxy A15 4G, Samsung Galaxy A15 5G, এবং Samsung Galaxy A25 5G মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) সাইটে হাজির হয়েছে। সার্টিফিকেশনটি প্ল্যাটফর্মটি হ্যান্ডসেটগুলির সম্পর্কে কি কি তথ্য তুলে ধরেছে, আসুন জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি যথাক্রমে SM-A155F/DSN এবং SM-A156E/DSN মডেল নম্বর সহ স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মালয়েশিয়া-এর সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। একইভাবে, স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনটি SM-A256E/DSN মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। সম্প্রতি, গ্যালাক্সি এ২৫ ৫জি-কে সেফটি কোরিয়া সার্টিফিকেশন, আইএমডিএ এবং জিসিএফ ডেটাবেসেও দেখা গেছে।

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এ১৫-এর ৫জি এবং ৪জি ভ্যারিয়েন্টগুলি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, আইএমডিএ এবং এনবিটিসি-এর সাইটেও উপস্থিত হয়েছিল। এখনও পর্যন্ত যা জানা গেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি-তে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০প্লাস প্রসেসর এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে এতে। ফটোগ্রাফির জন্য, গ্যালাক্সি এ১৫ ৫জি ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করবে আর সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।

অন্যদিকে, Samsung Galaxy A25-এ ইন-হাউস Exynos 1280 চিপসেট থাকবে বলে মনে করা হচ্ছে। এই মডেলটি ৬.৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর Samsung Galaxy A25 5G-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাংয়ের এই A-সিরিজের ফোনটিতেও ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷