Reliance JioPages ব্রাউজারে যুক্ত হল শর্ট ভিডিও ও নতুন সুরক্ষিত সার্চ ইঞ্জিন

চলতি বছরের অক্টোবর মাসে Reliance Jio তাদের নিজস্ব মোবাইল ব্রাউজার JioPages অ্যাপ লঞ্চ করেছিল। এটি সম্পূর্ণ ভারতীয় একটি ব্রাউজার যেখানে একাধিক নজরকাড়া ফিচার আছে। এছাড়াও সুরক্ষার দিক দিয়েও এটি অনেক উন্নত। যদিও লঞ্চের সঙ্গে সঙ্গেই এই ব্রাউজারের সমস্ত ফিচার সবার জন্য উপলব্ধ করা যায়নি। তবে সম্প্রতি আরো কিছু নতুন ফিচার জিওপেজেস অ্যাপে উপলব্ধ হয়েছে। আসুন দেখে নিই JioPages অ্যাপে আপনি এখন নতুন আর কি কি সুবিধা পাবেন।

JioPages ব্রাউজারের নতুন ফিচার

JioPages অ্যাপে ইউজার তার পছন্দমত সার্চ ইঞ্জিন বেছে নিতে পারে। কিন্তু Duck Duck Go সার্চ ইঞ্জিনটি আগে উপলব্ধ ছিল না। সম্প্রতি এই সার্চ ইঞ্জিনটি জিওপেজেস অ্যাপে সংযুক্ত হয়েছে। যারা ভাবছেন Google থাকতে কেন এই অদ্ভুত সার্চ ইঞ্জিন ব্যবহার করবো, তাদের জানিয়ে রাখি Duck Duck Go সার্চ ইঞ্জিন গুগলের থেকে অনেক বেশি সুরক্ষিত। এই সার্চ ইঞ্জিন ইউজারদের তথ্য সেভ রাখেনা। তাছাড়া প্রয়োজন ছাড়া কুকি ব্যবহারও করে না এই সার্চ ইঞ্জিনটি। ফলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে চিন্তিত থাকলে এই সার্চ ইঞ্জিনকে JioPages অ্যাপের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে ব্যবহার করতেই পারেন। এর জন্য JioPages অ্যাপের নীচে ডানদিকে হ্যামবার্গার আইকনে যান। তারপর সেখান থেকে সেটিংসে যান। এখানে ‘Quick settings’ বলে একটি অপশন পাবেন। তারপর একদম শেষে পাবেন সার্চ ইঞ্জিন বেছে নেওয়ার জন্য ‘Select search engine’ অপশন। এখান থেকে আপনার পছন্দের সার্চ ইঞ্জিন বেছে নিতে পারেন।

দ্বিতীয় যে ফিচারটি JioPages অ্যাপে যুক্ত হচ্ছে তা হল ‘শর্ট ভিডিও’ ফিচার যা কিছুটা টিকটকের মতোই। এর জন্য অ্যাপের নীচের দিকে ‘এক্সপ্লোর’ সেকশনে যেতে হবে। সেখান থেকে শর্ট ভিডিও রিলে যেতে হবে। এরপর ‘ভিউ মোর’ বিকল্পে গেলেই দেখা যাবে যাবতীয় ভিডিওগুলি। এখানে ইউজাররা ৩০ সেকেন্ডের ভিডিও দেখতে পাবেন। বিনোদন, টেকনোলজি, লাইফস্টাইল, ট্রাভেল ইত্যাদি বিভিন্ন বিষয়ের ভিডিও থাকবে এখানে।

এছাড়া JioPages অ্যাপে এক্সিট বোতামগুলিও আগের চেয়ে উন্নত হয়েছে। এর মাধ্যমে সহজেই এই অ্যাপ থেকে বেরিয়ে যাওয়া সম্ভব। এছাড়া অ্যাপের মধ্যে নেভিগেশন করতেও আগের চেয়ে বেশি সুবিধা হবে।