লঞ্চ হল এবছরের শক্তিশালী ফোন Huawei Mate 40, Mate 40 Pro, Mate 40 Pro+

গতকাল একটি অনলাইন লঞ্চ ইভেন্টে Huawei তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Huawei Mate 40 লঞ্চ করেছে। এই সিরিজে তিনটি ফোন আছে- Huawei Mate 40, Mate 40 Pro এবং Mate 40 Pro+। এরমধ্যে হুয়াওয়ে মেট ৪০ ও মেট ৪০ প্রো ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আবার পেন্টা রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে মেট ৪০ প্রো প্লাস। আবার এই ফোনগুলিতে পাবেন কিরিন ৯০০০ ও কিরিন ৯০০০ই প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড ১০ বেসড ইএমইউআই ১১ সিস্টেম। আপাতত Huawei Mate 40 সিরিজকে ইউরোপে মার্কেটে লঞ্চ করা হয়েছে।

Huawei Mate 40, Mate 40 Pro এবং Mate 40 Pro+ এর দাম

হুয়াওয়ে মেট ৪০ ফোনটির দাম ৮৯৯ ইউরো, যা প্রায় ৭৮,৪০০ টাকার সমান। এই দাম ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। এই ফোনটি মিস্টিক সিলভার, হোয়াইট, ব্ল্যাক, গ্রীন এবং ইয়েলো কালারে উপলব্ধ।

আবার হুয়াওয়ে মেট ৪০ প্রো এর দাম ১,১৯৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,০৪,৫০০ টাকা। এই দাম ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের। অন্যদিকে মেট ৪০ প্রো প্লাস এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ১,৩৯৯ ইউরো, যা প্রায় ১,২৩,০০০ টাকার সমান।

Mate 40 Pro ফোনটি ব্ল্যাক, হোয়াইট ও মিস্টিক সিলভার কালারে উপলব্ধ। এদিকে সিরামিক হোয়াইট এবং সিরামিক ব্ল্যাক কালারে পাওয়া যাবে Mate 40 Pro+।

এই ফোনগুলির সাথে কোম্পানি স্পেশাল এডিশন হিসাবে Huawei Mate 40 RS লঞ্চ করেছে। এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ২,২৯৫ ইউরো (প্রায় ১.৯৯ লাখ টাকা)। Mate 40 RS ফোনটিও সিরামিক হোয়াইট এবং সিরামিক ব্ল্যাক কালারে উপলব্ধ হবে।

Huawei Mate 40 এর স্পেসিফিকেশন

হুয়াওয়ে মেট ৪০ ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED প্যানেল, যার পিক্সেল রেজোলিউশন ২৩৭৬ x ১০৮০। এতে DCI-P3 এইচডিআর, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এতে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার এতে ব্যবহার করা হয়েছে ৫ এনএম প্রসেস বেসড কিরিন ৯০০০ই চিপসেট।

ক্যামেরার কথা বললে এই ফোনে রিং লাইক ক্যামেরা ডিজাইন সহ ট্রিপল রিয়ার ক্যামেরা উপলব্ধ। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৯ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল। এতে OIS সাপোর্ট করে। অন্য দুটি ক্যামেরা হল এফ/২.২ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স ও ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স। টেলিফোটো লেন্স এ ৩এক্স জুম ও ৫এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য Huawei Mate 40 ফোনে আছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এই ফোনে আছে ৪,২০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৪০ ওয়াট সুপারচার্জ ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে আছে অ্যান্ড্রয়েড ১০ বেসড EMUI ১১ সিস্টেম। ফোনটি হুয়াওয়ে মোবাইল সার্ভিসে চলে।

Huawei Mate 40 Pro, Mate 40 Pro+ এর স্পেসিফিকেশন

হুয়াওয়ে মেট ৪০ প্রো এবং মেট ৪০ প্রো প্লাস ফোনে পাবেন ৬.৭৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস Flex OLED প্যানেল। এর পিক্সেল রেজোলিউশন ২৭২২ x ১৩৪৪ এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে DCI-P3 এইচডিআর এবং ২৪০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। দুটি ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে এসেছে। আবার এতে আছে কিরিন হাইসিলিকন ৯০০০ প্রসেসর।

Mate 40 Pro ফোনের পিছনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর তিনটি ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেল (এফ/১.৯ অ্যাপারচার ও OIS) + ২০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সিনে লেন্স (এফ/১.৮ অ্যাপারচার) + ১২ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা ( ৫এক্স অপটিক্যাল জুম ও OIS)।

Mate 40 Pro+ ফোনে আছে পেন্টা রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে হুয়াওয়ে মেট ৪০ প্লাস এর মত তিনটি ক্যামেরা ছাড়াও আছে ১০ এক্স জুমের সাথে ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স ও ডেপ্থ সেন্সর হিসাবে 3D ক্যামেরা। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এই দুই ফোনে আছে ১৩ মেগাপিক্সেল ও ToF ডেপ্থ ডেপ্থ সেন্সিং ফ্রন্ট ক্যামেরা।

আবার এই দুটি ফোন IP68 রেটিং প্রাপ্ত হওয়ায় জলরোধী। এই ফোনগুলিও অ্যান্ড্রয়েড ১০ বেসড EMUI ১১ সিস্টেম ও হুয়াওয়ে মোবাইল সার্ভিসে চলে। আবার এতে দেওয়া হয়েছে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৬৬ ওয়াট সুপারচার্জ ফাস্ট চার্জিং টেকনোলজি ও ৫০ ওয়াট ওয়্যারলেস হুয়াওয়ে সুপারচার্জ সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট উপলব্ধ।