5G ফোন কেনার জন্য বেশি ব্যয় করতে হবে না, OnePlus, Redmi, Realme -এর সস্তা ফোনগুলি দেখে নিন

২৫,০০০ টাকার কমে উপলব্ধ ৫টি সেরা স্মার্টফোনের তালিকা দেখে নিন

বর্তমানে উন্নত ফিচার ও অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহারের লোভে মানুষ আর টাকার হিসাব করে স্মার্টফোন কেনে না। বিশেষত বাজারে আগত কোনো ফোনে 5G-নেটওয়ার্ক সমর্থন করলে ২০,০০০-২৫,০০০ টাকা পর্যন্ত খরচ করতেও পিছপা হচ্ছেন না এখনকার ক্রেতারা। আপনিও যদি নব্য প্রজন্মের টেকনোলজি ব্যবহারের আস্বাদন পেতে চান এবং নতুন ফোন কেনার ক্ষেত্রে ২৫,০০০ টাকা বাজেট রাখেন, তবে এই প্রতিবেদন আপনার জন্যই। কেননা আজ আমরা ২৫,০০০ টাকা কমে উপলব্ধ এমন কয়েকটি 5G-এনাবল মডেলের খোঁজ দেব, যেগুলি অত্যাধুনিক ডিজাইন অফারের পাশাপাশি ভাল হার্ডওয়্যার পারফরম্যান্স, উন্নত ক্যামেরা বিভাগ, অধিক ব্যাটারি লাইফ এবং উৎকর্ষ ডিসপ্লে ফিচার সহ এসেছে। এই তালিকায় – OnePlus Nord CE 2 5G, Motorola Edge 30 5G, Redmi Note 12 5G, Realme 10 Pro 5G এবং Poco X5 Pro 5G স্মার্টফোন অন্তর্ভুক্ত। উল্লেখিত প্রত্যেকটি ফোনেই আপনি সর্বোচ্চ ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ পেয়ে যাবেন। চলুন মিড-রেঞ্জের এই ৫টি সেরা স্মার্টফোনের দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক এবার…

২৫,০০০ টাকার কমে উপলব্ধ ৫টি সেরা স্মার্টফোনের তালিকা

OnePlus Nord CE 2 5G: ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২৪,৯৯৯ টাকা।

ফিচার – OnePlus Nord CE 2 5G ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) পাঞ্চ-হোল ফ্লুইড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও অফার করে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে আর্ম মালি জি৬৮ জিপিইউ এবং ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক এমটি৬৮৭৭ ডাইমেনসিটি ৯০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেন ওএস ১১ কাস্টম স্কিন দ্বারা চালিত। ক্যামেরা বিভাগের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১১৯-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (FOV) সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আবার ডিসপ্লের উপরি বাম কোণে, EIS সাপোর্ট সহ ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেলফি ক্যামেরা লক্ষণীয়। আর পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাসের এই ৫জি ফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Motorola Edge 30 5G: মোটোরোলা এজ ৩০ ৫জি স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা।

ফিচার – Motorola Edge 30 5G ফোনের সামনে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২,৪৬০x১,০৮০ পিক্সেল) pOLED ডিসপ্লে, যা ৫০০ নিট পিক ব্রাইটনেস, ২০:৯ এসপেক্ট রেশিও, ১০-বিট প্যানেল এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য ডিভাইসটি অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ এবং অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর সহ এসেছে। এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউএক্স (MyUX) কাস্টম ওএস পাওয়া যাবে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য মোটোরোলা এজ ৩০ ফোনের ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১১৮-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ম্যাক্রো ভিশন লেন্স, ১৬ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার বর্তমান। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আলোচ্য মোটোরোলা স্মার্টফোনে ৪,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

Redmi Note 12 5G: রেডমি নোট ১২ ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম+১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২৪,৯৯৯ টাকা।

ফিচার – Redmi Note 12 5G ফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস Samsung AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ নিট পিক ব্রাইটনেস এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে আলোচ্য ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল শ্যুটার। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার দেওয়া হয়েছে। ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি সহ এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। আর নিরাপত্তার জন্য ইউজাররা সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

Realme 10 Pro 5G: ই-কমার্স সাইট ফ্লিপকার্টে (Flipkart) রিয়েলমি ১০ প্রো স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বিকল্পকে ১৮,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে।

ফিচার – Realme 10 Pro 5G ফোনে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) IPS LCD পাঞ্চ-হোল ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও, সর্বোচ্চ ৬৮০ নিট ব্রাইটনেস এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। মাল্টিটাস্কিং ও পারফরম্যান্সের জন্য ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং অ্যাড্রেন ৬১৯ জিপিইউ সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য রিয়েলমির নিয়ে আসা এই ৫জি হ্যান্ডসেটে LED ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Poco X5 Pro 5G: ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের সাথে আসা পোকো এক্স৫ প্রো ৫জি স্মার্টফোনকে ২২,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

ফিচার – Poco X5 Pro 5G ফোনের সামনে রয়েছে ৬.৬৭-ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং এটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,২০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট‌ সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন পাওয়া যাবে। ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, এই ৫জি-এনাবল ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।