এই 5টি Smart Device ব্যবহার করলে বাড়ি হয়ে উঠবে হলিউড মুভির মত আধুনিক, সস্তায় কিনুন আজই

এই প্রযুক্তিনির্ভর সময়ের সাথে তাল মেলাতে এবং ব্যস্ত জীবনযাত্রা সহজ করে তুলতে অধিকাংশই বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস ব্যবহার করছেন। আর সাধারণ মানুষের সুবিধার জন্য বেশির ভাগ কোম্পানিই কম দামে স্মার্ট হোম প্রোডাক্ট অফার করছে, যেগুলিতে হাই টেকনোলজি ফিচার রয়েছে। তবে আপনি চাইলে এই ধরণের ডিভাইসগুলি আজ আরও সস্তায় কিনে নিজের বাড়ি সাজাতে পারবেন। আসলে আজ Amazon India-র Great Summer Sale-এর শেষ দিন, কিন্তু বিক্রয়পর্বের অন্তিম লগ্নে পৌঁছেও সংস্থাটি বেশ কিছু সাশ্রয়ী মূল্যের স্মার্ট হোম গ্যাজেট কেনার ক্ষেত্রে আরও খানিকটা টাকা বাঁচানোর সুযোগ দিচ্ছে। সেক্ষেত্রে আজ আমরা এই সেলে ছাড়ে উপলব্ধ পাঁচ-পাঁচটি স্মার্ট হোম ডিভাইসের কথা বলব, যা ব্যবহার করলে বাড়ি-ঘর হয়ে উঠবে অত্যন্ত আধুনিক।

Amazon Offer: সেল শেষের আগে সস্তায় কিনুন এই ডিভাইসগুলি

১. HOME CUBE Smart Control Sensor Led Night Light: এই বিশেষ লাইটটি এখন অ্যামাজন গ্রেট সামার সেলে ৫৩০ টাকায় পাওয়া যাচ্ছে। এটিতে ডুয়াল ইউএসবি পোর্ট এবং তিনটি লাইট মোড রয়েছে, আর লাইটটিকে চার্জারের মতো ব্যবহার করে ফোন এবং অন্য যেকোনো ডিভাইস চার্জ করা যাবে।

২. Syska SMW-12W-5C B-22 Wifi Smart LED Bulb: সিসকার ওয়াই-ফাই সাপোর্টযুক্ত এই স্মার্ট এলইডি বাল্বটি সেলে ৬৭৯ টাকা দিয়ে পাওয়া যাবে। এটি সিসকা স্মার্ট হোম অ্যাপের পাশাপাশি অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে, ফলে আলো অফ-অন করার জন্য ঝামেলা পোহাতে হবেনা।

৩. Syska 16A Wifi Smart Plug: এই স্পেশাল গ্যাজেটটি অ্যামাজনে মাত্র ৮৫৯ টাকায় পাওয়া যাচ্ছে। কার্যকারিতার কথা বললে, আপনি এই ওয়াই-ফাই (Wi-Fi) প্লাগটি ব্যবহার করতে আলেক্সা (Alexa)-র মতো যেকোনো ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিতে পারবেন। উপরন্তু, এই বিশেষ প্লাগটি একটি মোবাইল অ্যাপের মাধ্যমেও দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে।

৪. Wireless Bluetooth speaker: এই স্পিকারটি ব্লুটুথ স্পিকার এবং ল্যাম্প উভয়ের জন্যই ব্যবহার করা যেতে পারে, তাছাড়া এতে প্ল্যান্ট পোর্ট ৭ লাইট সাপোর্ট এবং স্প্ল্যাশ-প্রুফ টেকনোলজি দেওয়া হয়েছে। এর দাম পড়বে ৯৩৯ টাকা।

৫. Wipro 10 Amp Smart Plug: আপনি এই প্লাগটি অ্যামাজন থেকে ১,৭০৯ টাকায় কিনতে পারবেন। আর এই প্লাগ দিয়ে ডিভাইসগুলিকে সহজে স্মার্ট গ্যাজেটে পরিণত করা সম্ভব হবে৷ উইপ্রোর স্মার্ট হোম অ্যাপের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়।