পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে মিলে দেশে ধবধবে সাদা স্কুটার এনে তাক লাগাল Vespa

ইতালির প্রিমিয়াম টু-হুইলার নির্মাণকারী সংস্থা পিয়াজিয়ো (Piaggio) বিখ্যাত পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে মিলে ভারতে লিমিটেড এডিশন Vespa স্কুটার লঞ্চ করল। জাস্টিন বিবারের নামাঙ্কিত ওই স্কুটারের ডিজাইন পপ তারকার পছন্দ অনুসারে করা হয়েছে। মাত্র হাতেগোনা সংখ্যায় উপলব্ধ Vespa Justin Bieber Edition-এর দাম ৬.৪৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।

ভারতে লঞ্চ হল Vespa Justin Bieber এডিশন

বিদেশে তৈরি মডেলটি আমদানি করে ভারতে বিক্রি করবে পিয়াজিয়ো। যে কারণে এত বেশি দাম পড়ছে। শীঘ্রই এদেশের ভেসপা’র সমস্ত ডিলার স্কুটারটির অগ্রিম বুকিং শুরু হবে। আবার সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকেও আগাম বুকিং করা যাবে। Vespa 150-এর উপর ভিত্তি করে এসেছে স্কুটারটি।

জাস্টিন বিবার দ্বারা বিশেষভাবে ডিজাইন করা Vespa 150 স্কুটির সমগ্র অংশে সাদা রঙের দেখা মিলেছে। এমনকি স্যাডেল গ্রিপ ও স্পোকেও সাদার স্পর্শ বর্তমান। আবার বডি প্যানেলে ব্র্যান্ড লোগো এবং ফ্লেমটিও হোয়াইট কালারে শোভিত। স্কুটারটির আদি রেট্রো স্টাইলিং এতেও বর্তমান। আধুনিকতা হিসেবে এতে দেওয়া হয়েছে এলইডি লাইটিং ও স্মার্টফোন কানেক্টিভিটি সহ ফুল কালার টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল।

আন্তর্জাতিক বাজারে এই স্কুটার ৫০, ১২৫ ও ১৫০ সিসি ভার্সনে উপলব্ধ। ভারতের বাজারে কেবলমাত্র ১৫০ সিসি ইঞ্জিন সমেত হাজির হয়েছে Vespa Justin Bieber। ১২ ইঞ্চি হইলে ছুটবে এটি। এতে উপস্থিত নয়া নির্গমন বিধি BS6 Phase 2 পালনকারী ইঞ্জিন।

ভেসপার এই লিমিটেড এডিশন স্কুটার সম্পর্কে জাস্টিন বিবার বলেন, “আমি ভেসপাকে ভালোবাসি। এমন একটি ক্লাসিক ব্র্যান্ডের সাথে হাত মেলাতে পেরে আমার ভাল লাগছে।” অন্যদিকে সংস্থার চেয়ারম্যান এবং এমডি দিয়েগো গ্রাফি বলেন, “Vespa একটি স্কুটির ব্র্যান্ডের থেকেও অধিক মাহাত্ম্যপূর্ণ। এটি শিল্প, ডিজাইন, প্রযুক্তি এবং মজার প্রতীক।”