আমজনতার জন্য সস্তায় জোড়া ফোন আনছে Oppo, ডিজাইনের পাশাপাশি স্পেসিফিকেশন প্রকাশ্যে

ওপ্পো (Oppo) সম্প্রতি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ওলেড (OLED) ডিসপ্লে, MediaTek Dimensity 7050 প্রসেসর এবং ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের মতো প্রিমিয়াম স্পেসিফিকেশন সহ চীনে Oppo A2 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানিটি বর্তমানে তাদের A-সিরিজে আরও দুটি নতুন মডেল যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যাদের নাম Oppo A2x এবং A2m। দুই ফোনকে এখন টেনা সার্টিফিকেশন ওয়েবসাইটে একই ধরনের স্পেসিফিকেশন সাথে দেখা গেছে।

Oppo A2x এবং A2m-কে দেখা গেল TENAA-এর ডেটাবেসে

PJU110 এবং PJS110 মডেল নম্বর সহ যথাক্রমে ওপ্পো এ২এম এবং এ২এক্স ফোন দুটি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। উভয় ফোনই খুব শীঘ্রই চীনা বাজারে উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটগুলির রেন্ডারও এই লিস্টিংয়ে প্রকাশিত হয়েছে। ছবিগুলি দেখিয়েছে যে দুই মডেলেই একটি পরিচিত ডিজাইন রয়েছে। এগুলির রিয়ার প্যানেলে ক্যামেরার জন্য দুটি রিং এবং সামনে একটি ওয়াটারড্রপ নচ বিদ্যমান।

এছাড়াও টেনার লিস্টিং অনুযায়ী, আসন্ন ওপ্পো ফোনগুলিতে ৬.৫৬ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে, যা ৭২০ x ১,৬১২ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন অফার করবে। ওপ্পো এ২এম এবং এ২এক্স – দুটি ফোনই ২.২ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির অক্টা-কোর প্রসেসরের সাথে আসবে। তবে এই চিপসেটের সঠিক নামটি এখনও জানা যায়নি। দুটি হ্যান্ডসেটের প্রসেসর সম্ভবত ৮ জিবি / ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত হবে।

আবার, Oppo A2x এবং A2m উভয়ই ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ টেনা-তে তালিকাভুক্ত। কিন্তু মডেলগুলির চার্জিং ক্ষমতা জানা যায়নি। সফ্টওয়্যারের ক্ষেত্রে, Oppo A2x এবং A2m অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। সম্ভবত ওপরে কালার ওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনের একটি স্তর থাকবে। আর ফটোগ্রাফির জন্য, উভয় মডেলের ব্যাক প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

উল্লেখ্য, ওপ্পো এখনও Oppo A2x এবং A2m স্মার্টফোন দুটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি। তবে ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি বিচার করলে, এই হ্যান্ডসেটগুলির দাম ১৫০ ডলারের (প্রায় ১২,৫০০ টাকা)-এর মধ্যেই থাকবে বলে অনুমান করা হচ্ছে। A2 সিরিজের এই নয়া মডেলগুলি সম্পর্কে আরও তথ্য খুব শীঘ্রই অনলাইনে প্রকাশিত হবে বলে আশা করা যায়।