সবচেয়ে টেকসই ফোন Nokia এর, সফটওয়্যার আপডেটের ক্ষেত্রেও সবার শীর্ষে

সারা বিশ্বে একসময় মোবাইল ফোন কোম্পানিগুলির মধ্যে সর্বপ্রথম ছিল Nokia। যদিও সময়ের সাথে সাথে সে মুকুট হারিয়েছে ফিনল্যান্ডের কোম্পানিটি। তবে Counterpoint রিসার্চ ফার্মের সম্প্রতি একটি সমীক্ষায় নোকিয়া অন্য সমস্ত কোম্পানিকে পিছনে ফেলেছে। এই সমীক্ষা করা হয়েছিল ২০১৯ এর তৃতীয় কোয়ার্টার থেকে ২০২০ এর দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে দ্রুত সিকিউরিটি ও সফটওয়্যার আপডেট দেওয়া কোম্পানিগুলির ওপর। এই সমীক্ষায় দেখা গেছে Q3 2019 থেকে Q2 2020-এর মধ্যে বিক্রি হওয়া ২০ টি Nokia ফোনকে Android 10 অপারেটিং সিস্টেমে আপগ্রেড করেছে HMD Global। অন্য দিকে OnePlus ৭টি ফোনকে Android 10-এ আপগ্রেড করে এই তালিকার দ্বিতীয় স্থানে আছে।

কউন্টারপয়েন্টের রিপোর্টে, অ্যান্ড্রয়েড ওএস আপডেটের দিক দিয়ে নোকিয়ার পারফরম্যান্স খুব ভালো। Vivo এদিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। ২০১৯ এর তৃতীয় কোয়ার্টার থেকে ২০২০ এর দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে বিক্রি হওয়া Vivo ফোনের মাত্র ২৪% অ্যান্ড্রয়েড ১০ -এ আপগ্রেড হয়েছে। বিরাট সংখ্যক ফোন এখনো অ্যান্ড্রয়েড ৯ পাই এবং অ্যান্ড্রয়েড ওরিও -তে আটকে আছে। LG-এর ক্ষেত্রে এই সময়সীমায় বিক্রি হওয়া ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ১০ আপডেটের পরিমাণ ২৫%। Lenovo ও Oppo যথাক্রমে ৩৬% ও ৫০% ফোনকে আপগ্রেড করেছে।

Huawei এবং Xiaomi-র ৬৫% ফোন অ্যান্ড্রয়েড ১০-এ আপগ্রেড হয়েছে। আবার এই রিপোর্টে, ৮৯ শতাংশ ফোনকে আপগ্রেড করে তৃতীয় স্থানে আছে Samsung। Realme আবার Xiaomi-র চাইতে ভালো অবস্থানে আছে। তাদের ৭৩% ফোনে Android 10 আপগ্রেড হয়েছে।

Counterpoint-এর রিপোর্ট অনুযায়ী, সিকিউরিটি প্যাচের বিষয়েও HMD Global খুব নিয়মিত। Q3 2019 থেকে Q2 2020-এর মধ্যে বিক্রি হওয়া প্রতিটি ফোনে মাসিক সিকিউরিটি আপডেট এসেছে। OnePlus-এর ক্ষেত্রে ৯০% নিয়মিত আপডেট লক্ষ করা গেছে। Samsung-এর অবস্থা এ বিষয়ে বেশ খারাপ, তাদের ক্ষেত্রে আপডেটের হার ২২% মাত্র। এ বিষয়ে সবচেয়ে পিছিয়ে আছে Oppo।

Counterpoint আরো জানিয়েছে, Nokia ফোনগুলি অন্যান্য ফোনের চাইতে বেশি কঠিন টেস্টের মধ্য দিয়ে যায়। এজন্য এই ফোনগুলি টেকসই হয় বেশি। বর্তমান সময়ে যখন কোন স্মার্টফোনই বেশিদিন টেকে না, সেই সময় Nokia ফোনগুলির এই দীর্ঘস্থায়িত্ব তাকে গ্রাহকদের কাছে আরো বিশ্বস্ত করে তুলতে সক্ষম হবে।