রেন্ডারের পর এবার স্পেসিফিকেশন ফাঁস! Moto G50 5G (Saipan) ফোনে থাকবে Dimensity 700 SOC

গত মার্চে, ইউরোপে Moto G50 বলে একটি 5G স্মার্টফোন লঞ্চ করেছিল মোটোরোলা। আবার এপ্রিলে এই ডিভাইসটি চীনা বাজারে পা রাখে। আবার জুনে জনপ্রিয় টিপস্টার ইভান ব্ল্যাস দাবি করেছিলেন, Moto G50-এর আরেকটি নতুন ভ্যারিয়েন্টের উপর কাজ করছে মোটোরোলা। যার কোডনাম Saipan৷ যেটি হয়ত ইউরোপ ও চীন বাদে অন্যান্য দেশের বাজারে লঞ্চ করা হবে। পরশুদিন সেই নতুন Moto G50 5G-এর প্রেস রেন্ডার শেয়ার করেছিলেন ইভান ব্ল্যাস। আর গতকাল আরেকজন জনপ্রিয় টিপস্টারের সৌজন্যে Moto G50 5G স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

অনলিকস নামে পরিচিত জনপ্রিয় টিপস্টার স্টিভ হেমারস্টোফারের সাথে যৌথ উদ্যোগে Moto G50 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার লিক করেছে প্রাইসবাবা। অরিজিনাল Moto G50-এর তুলনায়, কিছুটা ভিন্ন স্পেসিফিকেশন সহযোগে আসবে নতুন Moto G50 5G। প্রসঙ্গত, ব্ল্যাসের শেয়ার করা রেন্ডারে দেখা গিয়েছিল, আসন্ন Moto G50 5G-এর ব্যাক প্যানেলের ডিজাইন অন্যরকম।

Moto G50 5G (Saipan) স্পেসিফিকেশন ও ফিচার

সাইপান কোডনামের মোটো জি৫০ ৫জি ফোনে ৬.৫ ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকবে, যা এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) রেজোলিউশন অফার করবে। অরিজিনাল মোটো জি৫০ ফোনে এন্ট্রি লেভেল স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছিল। তবে আসন্ন মোটো জি৫০ ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।

এছাড়া মোটো জি৫০ ৫জি-এর পিছনে ট্রিপল ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। তবে বাকি দুই সেন্সরের রেজোলিউশন জানা যায়নি। ফোনের সামনে থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা৷ সিকিউরিটির জন্য, এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে.

এছাড়া NFC, অডিও জ্যাক-সহ আসবে Moto G50 5G। আইরন ও কসমিক কালার অপশনে ফোনটি উপলব্ধ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন