২৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, সেরা ক্যামেরার Google Pixel ফোন কেনার সেরা সময়

আপনি যদি একটি ‘ক্যামেরা ফোকাসড’ স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আজকে আমরা যে ডিল সম্পর্কে জানাতে চলেছি তা আপনার জন্য খুবই লাভজনক প্রমাণিত হতে পারে। ই-কমার্স সাইট Amazon -এ বর্তমানে একটি নয়া Google Pixel ফোন ভারী ডিসকাউন্ট ও লোভনীয় অফারের সাথে বিক্রি করা হচ্ছে। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি গত ২১শে জুলাই ভারতে আত্মপ্রকাশ করা Google Pixel 6a স্মার্টফোনের সম্পর্কে। আলোচ্য মডেলটিকে সীমিত সময়ের জন্য ১১,০০০ টাকা ছাড়ের সাথে ই-কমার্স সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। আর উপলব্ধ এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারলে প্রিমিয়াম Google Pixel 6a ফোনকে বাজেট-রেঞ্জে অর্থাৎ ১৯,০০০ টাকারও কমে পকেটস্থ করা সম্ভব হবে।

Amazon -এ Google Pixel 6a স্মার্টফোনের সাথে উপলব্ধ অফার

গুগল পিক্সেল ৬এ স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে ই-কমার্স সাইট অ্যামাজন আলোচ্য মডেলের সাথে সীমিত সময়ের ফ্ল্যাট ২৫% ডিসকাউন্ট দিচ্ছে। যার পর, গুগল আনীত এই হ্যান্ডসেটের দাম কমে ৩২,৯৯৯ টাকা হয়ে গেছে।

অন্যান্য অফারের কথা বললে, পুরোনো মোবাইল পরিবর্তন করে এই স্মার্টফোনটি কিনলে ১৪,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। এই সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করলে পারলে, মোট ২৫,০৫০ টাকা সাশ্রয় করে মাত্র ১৮,৯৪৯ টাকায় গুগল পিক্সেল ৬এ স্মার্টফোন বাড়ি নিয়ে আসা যাবে। তবে আগেই জানিয়ে দিই, এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ আপনার বিদ্যমান ফোনের বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থা, মডেল নম্বর, ব্র্যান্ড এবং দামের উপর নির্ভর করবে।

Google Pixel 6a এর স্পেসিফিকেশন

গুগল পিক্সেল ৬এ ফোনে আছে ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) OLED পাঞ্চ-হোল ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও অফার করে। এই ডিসপ্লেকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। ফাস্ট পারফরম্যান্সের জন্য এটি অক্টা-কোর গুগল টেন্সর প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১২ ওএস পাওয়া যাবে। এতে ৬ জিবি LPDDR5 র‌্যাম ও ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ বর্তমান। আর নিরাপত্তার জন্য উক্ত ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, গুগল পিক্সেল ৬এ ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭ অ্যাপারচার সহ ১২.২ মেগাপিক্সেল Sony IMX363 প্রাইমারি সেন্সর এবং এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই রিয়ার ক্যামেরাগুলি ৩০ এফপিএস রেটে ৪কে (4K) ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। কানেক্টিভিটির অন্তর্ভুক্ত থাকছে – ৫জি, ৪জি এলটিই, ব্লুটুথ, ওয়াই-ফাই এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য গুগল পিক্সেল ৬এ ফোনে ব্যবহার করা হয়েছে ৪,৪১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।