iQoo Z1X হবে আরও সস্তা 5G ফোন, থাকবে স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসর

ভিভো-র সাব ব্র্যান্ড iQOO কিছুদিন আগেই তাদের নতুন ৫জি ফোন Z1 লঞ্চ করেছিল। এই ফোনে কোম্পানি MediaTek Dimensity 1000+ প্রসেসর ব্যবহার করেছিল। এবার কোম্পানি এই সিরিজের সস্তা ভ্যারিয়েন্ট নিয়ে আসছে। জানা গেছে নতুন এই 5G ফোনের নাম হবে iQOO Z1X। নতুন এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসরের সাথে আসবে।

GSMArena এর রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি আগামী মাসেই লঞ্চ করা হবে। সবার প্রথম এই ফোনটি কে চীনে লঞ্চ করা হবে। এরপর অন্যান্য মার্কেটে ফোনটিকে আনা হবে। AnTuTu বেঞ্চমার্ক অনুযায়ী আইকিউওও জেড ১ এর থেকে ১৫-২০ শতাংশ কম পারফরম্যান্স দেবে iQOO Z1X। এছাড়া এই ফোন সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি।

এদিকে কিছুদিন আগে লঞ্চ হওয়া iQOO Z1 5G এর দাম শুরু হয়েছে প্রায় ২৩,৪১০ টাকা থেকে। এই দাম ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এছাড়াও ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম প্রায় ২৬,৬০০ টাকা। আবার প্রায় ২৯,৮০০ টাকা দাম পড়বে ফোনটির ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।

iQOO Z1: স্পেসিফিকেশন :

iQOO তাদের জেড সিরিজের নতুন ফোনে ৬.৫৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে। যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। এই ডিসপ্লে প্যানেল এইচডিআর ১০ ও P3 color gamut সাপোর্ট করে। এছাড়াও কোম্পানি জানিয়েছে যে, ব্যবহারকারীরা এখানে অটো মোড ও পাবে। অর্থাৎ তারা চাইলে ৬০ হার্জ ও ৯০ হার্জ ও সিলেক্ট করতে পারবে। আপনাকে জানিয়ে দেই iQOO Z1 প্রথম ফোন নয় যেখানে ১৪৪ হার্জ ডিসপ্লে দেওয়া হয়েছে, এর আগেও মার্চ মাসে লঞ্চ হওয়া Red Magic 5G ফোনেও এই ডিসপ্লে দেখেছিলাম। এদিকে iQOO Z1 ফোনে ৪৪ ওয়াট আলট্রা ফাস্ট চার্জিং সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে এই ব্যাটারি ৫০ শতাংশ চার্জ হতে ২৩ মিনিট সময় নেয়।

আবার এই ফোনটি মিডিয়াটেকের নতুন প্রসেসর Dimensity 1000+ এর সাথে এসেছে। এছাড়াও আছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও তৃতীয় ক্যামেরা ২ মেগাপিক্সেল। সেলফির জন্য এখানে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এই ডিভাইস 4K HD ভিডিও শুট ও ১০৮০পি পর্যন্ত স্লো মোশন ভিডিও শুট করতে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *